দোয়া হলো মুসলিম জীবনের একটি অতি গুরুত্বপূর্ণ অংশ, যা আল্লাহর সঙ্গে আত্মিক সংযোগ স্থাপনের অন্যতম মাধ্যম। কুরআন ও হাদিসে দোয়ার গুরুত্ব বিশেষভাবে বর্ণনা করা হয়েছে এবং আল্লাহর নিকট বিনীত ও নম্রচিত্তে প্রার্থনা করার নির্দেশ দেওয়া হয়েছে। দোয়া বলতে আমরা বুঝি এমন দোয়া যা হৃদয় থেকে উদ্ভূত, আত্মসমর্পণপূর্ণ, বিনয়পূর্ণ এবং শ্রদ্ধার সঙ্গে করা হয়। এই ধরনের দোয়া দোয়া কারীর মনোবল ও বিশ্বাসকে প্রগাঢ় করে এবং আল্লাহর রহমত লাভের সম্ভাবনাও বৃদ্ধি করে। এছাড়া বণিত দোয়া বিভিন্ন পীড়া, আপদ, রোগ-ব্যাধি থেকে রক্ষা দেয়। কুরআন ও নবী করিম (সা.)-এর হাদিসসমূহে বর্ণিত দোয়ার আদব ও গুরুত্ব সুস্পষ্টভাবে তুলে ধরা হয়েছে, যা মুসলমানদের দোয়া জীবনের জন্য দিকনির্দেশক হিসেবে কাজ করে। (পরীক্ষামূলক-চলমান)