দোয়া:নগরীকে নিরাপদ এবং অধিবাসীদের রিজিক লাভ |
সূরা: ২. আল-বাকারা |
আয়াত নং:১২৬ |
অর্থ:
হে আমার রব, আপনি একে নিরাপদ নগরী বানান এবং এর অধিবাসীদেরকে ফল-মুলের রিযক দিন যারা আল্লাহ ও শেষ দিনের প্রতি ঈমান এনেছে।
উচ্চারণ:
রব্বিজ আল হাযা বালাদান আমিনাও অরযুক আহলাহু মিনাছ ছামারতি মান আমানা মিনহুম বিল্লাহি অল ইয়াওমিল আখির
:আরবি
رَبِّ اجۡعَلۡ هٰذَا بَلَدًا اٰمِنًا وَّ ارۡزُقۡ اَهۡلَهٗ مِنَ الثَّمَرٰتِ مَنۡ اٰمَنَ مِنۡهُمۡ بِاللّٰهِ وَ الۡیَوۡمِ الۡاٰخِرِ
|
:আরবি
رَبِّ اجۡعَلۡ هٰذَا بَلَدًا اٰمِنًا وَّ ارۡزُقۡ اَهۡلَهٗ مِنَ الثَّمَرٰتِ مَنۡ اٰمَنَ مِنۡهُمۡ بِاللّٰهِ وَ الۡیَوۡمِ الۡاٰخِرِ |
দোয়া:নৌযানে আরোহন |
সূরা: ১১. হূদ |
আয়াত নং:৪১ |
অর্থ:
এর চলা ও থামা হবে আল্লাহর নামে। নিশ্চয় আমার রব অতি ক্ষমাশীল, পরম দয়ালু।
উচ্চারণ:
বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা, ইন্না রব্বি লা গফুরুর রহীম
:আরবি
بِسۡمِ اللّٰهِ مَجۡؔرٖىهَا وَ مُرۡسٰىهَا ؕ اِنَّ رَبِّیۡ لَغَفُوۡرٌ رَّحِیۡمٌ
|
:আরবি
بِسۡمِ اللّٰهِ مَجۡؔرٖىهَا وَ مُرۡسٰىهَا ؕ اِنَّ رَبِّیۡ لَغَفُوۡرٌ رَّحِیۡمٌ |
দোয়া:নারীদের কুপ্ররোচনা থেকে আশ্রয় |
সূরা: ১২. ইউসুফ |
আয়াত নং:২৩ |
অর্থ:
আল্লাহর আশ্রয় (চাই)। নিশ্চয় তিনি আমার মনিব, তিনি আমার থাকার সুন্দর ব্যবস্থা করেছেন। নিশ্চয় যালিমগণ সফল হয় না।
উচ্চারণ:
মাআজাল্লাহি ইন্নাহু রব্বী আহসানা মাছওয়া-ইয়া, ইন্নাহু লা ইউফলিহুজ জোয়ালিমূন
:আরবি
مَعَاذَ اللّٰهِ اِنَّهٗ رَبِّیۡۤ اَحۡسَنَ مَثۡوَایَ ؕ اِنَّهٗ لَا یُفۡلِحُ الظّٰلِمُوۡنَ
|
:আরবি
مَعَاذَ اللّٰهِ اِنَّهٗ رَبِّیۡۤ اَحۡسَنَ مَثۡوَایَ ؕ اِنَّهٗ لَا یُفۡلِحُ الظّٰلِمُوۡنَ |
দোয়া:নেককার সন্তান লাভ |
সূরা: ৩. আলে-ইমরান |
আয়াত নং:৩৮ |
অর্থ:
হে আমর রব, আমাকে আপনার পক্ষ থেকে উত্তম সন্তান দান করুন। নিশ্চয় আপনি প্রার্থনা শ্রবণকারী।
উচ্চারণ:
রব্বি হাব লী মিল লাদুনকা যুররিয়্যাতান ত্বইয়্যিবা, ইন্নাকা ছামীউদ
:আরবি
رَبِّ هَبْ لِي مِنْ لَدُنْكَ ذُرِّيَّةً طَيِّبَةً إِنَّكَ سَمِيعُ الدُّعَاءِ
|
:আরবি
رَبِّ هَبْ لِي مِنْ لَدُنْكَ ذُرِّيَّةً طَيِّبَةً إِنَّكَ سَمِيعُ الدُّعَاءِ |
দোয়া:নেককার সন্তান লাভ |
সূরা: ৩৭. আস-সাফফাত |
আয়াত নং:১০০ |
অর্থ:
হে আমার পালনকর্তা! আপনি আমাকে নেক সন্তান দান করুন।
উচ্চারণ:
রব্বি হাব লী মিনাছছালিহীন
:আরবি
رَبِّ هَبْ لِي مِنَ الصَّالِحِينَ
|
:আরবি
رَبِّ هَبْ لِي مِنَ الصَّالِحِينَ |
দোয়া:নিজ এবং সন্তানকে নামাজী বানানো |
সূরা: ১৪. ইব্রাহীম |
আয়াত নং:৪০ |
অর্থ:
হে আমার প্রভু! আপনি আমাকে নামাজ কায়েমকারী বানান এবং আমার সন্তানদের মধ্যে থেকেও। হে আমাদের প্রভূ! আপনি আমার দোয়া কবুল করুন।
উচ্চারণ:
রব্বিজ্আলনী মুকীমাছ ছলাতি ওয়া মিন যুররিইয়্যাতী রব্বানা ওয়া তাকব্বাল দোয়া
:আরবি
رَبِّ اجْعَلْنِي مُقِيمَ الصَّلَاةِ وَمِنْ ذُرِّيَّتِي رَبَّنَا وَتَقَبَّلْ دُعَاءِ
|
:আরবি
رَبِّ اجْعَلْنِي مُقِيمَ الصَّلَاةِ وَمِنْ ذُرِّيَّتِي رَبَّنَا وَتَقَبَّلْ دُعَاءِ |
দোয়া:পিতা-মাতা এবং মুমিনদের জন্য ক্ষমা |
সূরা: ১৪. ইব্রাহীম |
আয়াত নং:৪১ |
অর্থ:
হে আমাদের প্রভূ! আপনি আমাকে ক্ষমা করুন এবং আমার মাতা-পিতাকে এবং মুমিনদেরকে, যেদিন হিসাব কায়েম হবে।
উচ্চারণ:
রব্বানাগ ফির লী ওয়ালি ওয়ালিদাইয়্যা ওয়া লিলমুমিনীনা ইয়াওমা ইয়াকূমুল হিসাব
:আরবি
رَبَّنَا اغْفِرْ لِي وَلِوَالِدَيَّ وَلِلْمُؤْمِنِينَ يَوْمَ يَقُومُ الْحِسَابُ
|
:আরবি
رَبَّنَا اغْفِرْ لِي وَلِوَالِدَيَّ وَلِلْمُؤْمِنِينَ يَوْمَ يَقُومُ الْحِسَابُ |
দোয়া:নিয়ামতের শুকরিয়া, সৎ কাজ এবং সন্তানদের সংশোধন |
সূরা: ৪৬. আল-আহকাফ |
আয়াত নং:১৫ |
অর্থ:
হে আমার প্রভু! আপনি আমাকে সুযোগ দিন আমি নেয়ামতের শুকর আদায় করার যেগুলো আপনি আমাকে ও আমার মাতাপিতা কে দান করেছেন। আরো সু্যোগ দিন এমন সৎকাজ করার যার প্রতি আপনি সন্তুষ্ট হবেন। আপনি আমার সন্তানদের সংশোধন করুন। নিশ্চয়ই আমি আপনার কাছে তাওবা করলাম। আর আমি তো মুসলিমদের অন্তর্ভুক্ত।
উচ্চারণ:
রব্বি আওযি'নী আন আশকুরা নি'মাতাকাল্লাতী আনআমতা আলাইয়্যা ওয়া আলা ওয়ালিদাইয়্যা ওয়া আন আমালা ছালিহান তারদাহু ওয়া আছলিহ লী ফী যুররিয়্যাতী ইন্নী তুবতু ইলাইকা ওয়া ইন্নী মিনাল মুসলিমীন
:আরবি
رَبِّ أَوْزِعْنِي أَنْ أَشْكُرَ نِعْمَتَكَ الَّتِي أَنْعَمْتَ عَلَيَّ وَعَلَى وَالِدَيَّ وَأَنْ أَعْمَلَ صَالِحًا تَرْضَاهُ وَأَصْلِحْ لِي فِي ذُرِّيَّتِي إِنِّي تُبْتُ إِلَيْكَ وَإِنِّي مِنَ الْمُسْلِمِينَ
|
:আরবি
رَبِّ أَوْزِعْنِي أَنْ أَشْكُرَ نِعْمَتَكَ الَّتِي أَنْعَمْتَ عَلَيَّ وَعَلَى وَالِدَيَّ وَأَنْ أَعْمَلَ صَالِحًا تَرْضَاهُ وَأَصْلِحْ لِي فِي ذُرِّيَّتِي إِنِّي تُبْتُ إِلَيْكَ وَإِنِّي مِنَ الْمُسْلِمِينَ |
দোয়া:প্রজ্ঞা দান ও সুনাম অক্ষুন্ন রাখা |
সূরা: ২৬. আশ-শুআরা |
আয়াত নং:৮৩ |
অর্থ:
হে আমার রব, আমাকে প্রজ্ঞা দান করুন এবং আমাকে সৎকর্মশীলদের সাথে শামিল করে দিন এবং পরবর্তীদের মধ্যে আমার সুনাম-সুখ্যাতি অব্যাহত রাখুন। আর আপনি আমাকে সুখময় জান্নাতের ওয়ারিসদের অন্তর্ভুক্ত করুন। যেদিন পুনরুত্থান করানো হবে, সেদিন আপনি আমাকে অপমানিত করবেন না।
উচ্চারণ:
রব্বি হাবলি হুকমাও ওআলহিকনী বিছছলিহীন। অজ আল্লী লিসানা ছিদকীন ফিল আখিরীন। অজ আলনী মিয়্যও অরছাতি জান্নাতিন নাঈম। ওয়া লা তুখযিনী ইয়াওমা ইউবআছুন।
:আরবি
رَبِّ هَبۡ لِیۡ حُکۡمًا وَّ اَلۡحِقۡنِیۡ بِالصّٰلِحِیۡنَ. وَ اجۡعَلۡ لِّیۡ لِسَانَ صِدۡقٍ فِی الۡاٰخِرِیۡنَ. وَ اجۡعَلۡنِیۡ مِنۡ وَّرَثَۃِ جَنَّۃِ النَّعِیۡمِ. وَلَا تُخْزِنِي يَوْمَ يُبْعَثُونَ
|
:আরবি
رَبِّ هَبۡ لِیۡ حُکۡمًا وَّ اَلۡحِقۡنِیۡ بِالصّٰلِحِیۡنَ. وَ اجۡعَلۡ لِّیۡ لِسَانَ صِدۡقٍ فِی الۡاٰخِرِیۡنَ. وَ اجۡعَلۡنِیۡ مِنۡ وَّرَثَۃِ جَنَّۃِ النَّعِیۡمِ. وَلَا تُخْزِنِي يَوْمَ يُبْعَثُونَ |
দোয়া:পাপ কাজের জন্য ক্ষমা প্রার্থনা |
সূরা: ৭. আল-আ’রাফ |
আয়াত নং:২৩ |
অর্থ:
হে আমাদের প্রভূ! আমরা আমাদের উপরে জুলুম করেছি। যদি আপনি আমাদের ক্ষমা না করেন, আমাদের প্রতি দয়া না করেন, তাহলে অবশ্যই আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব।
উচ্চারণ:
রব্বানা যলামনা আনফুছানা ওয়া ইল্লামতাগফির লানা ওয়া তারহামনা লানাকূনান্না মিনাল খাছিরীন
:আরবি
رَبَّنَا ظَلَمْنَا أَنْفُسَنَا وَإِنْ لَمْ تَغْفِرْ لَنَا وَتَرْحَمْنَا لَنَكُونَنَّ مِنَ الْخَاسِرِينَ
|
:আরবি
رَبَّنَا ظَلَمْنَا أَنْفُسَنَا وَإِنْ لَمْ تَغْفِرْ لَنَا وَتَرْحَمْنَا لَنَكُونَنَّ مِنَ الْخَاسِرِينَ |
দোয়া:পিতা-মাতার জন্য |
সূরা: ১৭. আল-ইসরা (বনী-ইসরাঈল) |
আয়াত নং:২৪ |
অর্থ:
হে আমার প্রভু! আপনি তাদের উভয়ের (মাতাপিতা) প্রতি রহম করুন যেরকম তারা আমাকে শিশুকালে রহম করেছিল।
উচ্চারণ:
রব্বির হামহুমা কামা রব্বায়ানী ছগীরা
:আরবি
رَبِّ ارْحَمْهُمَا كَمَا رَبَّيَانِي صَغِيرًا
|
:আরবি
رَبِّ ارْحَمْهُمَا كَمَا رَبَّيَانِي صَغِيرًا |
দোয়া:বিপদ-মসিবত থেকে বাঁচা |
সূরা: ২১. আল-আম্বিয়া |
আয়াত নং:৮৭ |
অর্থ:
আপনি ছাড়া আর কোন উপাস্য নেই। আপনি পবিত্র। নিশ্চয় আমি জালেমদের অন্তর্ভুক্ত ছিলাম।
উচ্চারণ:
লা ইলাহা ইল্লা আনতা সুবহানকা ইন্নী কুনতু মিনায যালিমীন
:আরবি
لَا إِلَهَ إِلَّا أَنْتَ سُبْحَانَكَ إِنِّي كُنْتُ مِنَ الظَّالِمِينَ
|
:আরবি
لَا إِلَهَ إِلَّا أَنْتَ سُبْحَانَكَ إِنِّي كُنْتُ مِنَ الظَّالِمِينَ |
দোয়া:সন্তান প্রাপ্তি |
সূরা: ১৯. মারইয়াম |
আয়াত নং:৪ |
অর্থ:
হে আমার রব! আমার হাড়গুলো দুর্বল হয়ে গেছে এবং বার্ধক্যবশতঃ আমার মাথার চুলগুলো সাদা হয়ে গেছে। হে আমার রব, আপনার নিকট দো‘আ করে আমি কখনো ব্যর্থ হইনি। আর আমার পরে স্বগোত্রীয়দের সম্পর্কে আমি আশংকাবোধ করছি। আমার স্ত্রী তো বন্ধ্যা, অতএব আপনি আমাকে আপনার পক্ষ থেকে একজন উত্তরাধিকারী দান করুন।
উচ্চারণ:
রব্বি ইন্নি ওয়া হানাল আজমু মিন্নী ওয়াশতাআলার রসু শাইবাও ওয়ালাম আকুম বিদুআয়িকা রব্বি শাকিয়্যা। ওয়া ইন্নি খিফতুল মাওয়ালিয়া মিয়্যাওরয়ি ওয়া কানাতিম রআতী আকিরান ফাহাবলি মিল্লাদুনকা ওলিয়্যা।
:আরবি
رَبِّ اِنِّیۡ وَهَنَ الۡعَظۡمُ مِنِّیۡ وَ اشۡتَعَلَ الرَّاۡسُ شَیۡبًا وَّ لَمۡ اَکُنۡۢ بِدُعَآئِکَ رَبِّ شَقِیًّا. وَ اِنِّیۡ خِفۡتُ الۡمَوَالِیَ مِنۡ وَّرَآءِیۡ وَ کَانَتِ امۡرَاَتِیۡ عَاقِرًا فَهَبۡ لِیۡ مِنۡ لَّدُنۡکَ وَلِیًّا
|
:আরবি
رَبِّ اِنِّیۡ وَهَنَ الۡعَظۡمُ مِنِّیۡ وَ اشۡتَعَلَ الرَّاۡسُ شَیۡبًا وَّ لَمۡ اَکُنۡۢ بِدُعَآئِکَ رَبِّ شَقِیًّا. وَ اِنِّیۡ خِفۡتُ الۡمَوَالِیَ مِنۡ وَّرَآءِیۡ وَ کَانَتِ امۡرَاَتِیۡ عَاقِرًا فَهَبۡ لِیۡ مِنۡ لَّدُنۡکَ وَلِیًّا |
দোয়া:বিপদগ্রস্ত অবস্থা থেকে মুক্তি পাওয়া |
সূরা: ৭. আল-আ’রাফ |
আয়াত নং:১৫৫ |
অর্থ:
হে আমার রব, আপনি চাইলে ইতঃপূর্বে এদের ধ্বংস করতে পারতেন এবং আমাকেও। আমাদের মধ্যে নির্বোধরা যা করেছে তার কারণে কি আমাদেরকে ধ্বংস করবেন? এটাতো আপনার পরীক্ষা ছাড়া কিছু না। এর মাধ্যমে যাকে চান আপনি পথভ্রষ্ট করেন এবং যাকে চান হিদায়াত দান করেন। আপনি আমাদের অভিভাবক। সুতরাং আমাদের ক্ষমা করে দিন এবং আপনি উত্তম ক্ষমাশীল। আর আমাদের জন্য এ দুনিয়াতে ও আখিরাতে কল্যাণ লিখে দিন। নিশ্চয় আমরা আপনার দিকে প্রত্যাবর্তন করেছি।
উচ্চারণ:
রব্বি লাও শি’তা আহলাকতাহুম মিন ক্ববলু ওয়া ইয়্যা ইয়া আতুহলিকুনা বিমা ফাআলা স সুফাহা-য়ু মিন্না ইন হিয়া ইল্লা ফিতনাতুকা তুদ্বিলু বিহা মান তাশা-য়ু ওয়তাহদী মান তাশাউ আনতা ওয়ালিয়্যুনা ফাগফির লানা ওয়ারহামনা ওয়া আনতা খাইরুরল গফিরীন।ওয়াকতুব লানা ফি হাজিহীদ দুনইয়া হাসানাতাও ওয়াফিল আখিরাতি ইন্না হুদনা ইলাইক।
:আরবি
رَبِّ لَوۡ شِئۡتَ اَهۡلَکۡتَهُمۡ مِّنۡ قَبۡلُ وَ اِیَّایَ ؕ اَتُهۡلِکُنَا بِمَا فَعَلَ السُّفَهَآءُ مِنَّا ۚ اِنۡ هِیَ اِلَّا فِتۡنَتُکَ ؕ تُضِلُّ بِهَا مَنۡ تَشَآءُ وَ تَهۡدِیۡ مَنۡ تَشَآءُ ؕ اَنۡتَ وَلِیُّنَا فَاغۡفِرۡ لَنَا وَ ارۡحَمۡنَا وَ اَنۡتَ خَیۡرُ الۡغٰفِرِیۡنَ. وَ اکۡتُبۡ لَنَا فِیۡ هٰذِهِ الدُّنۡیَا حَسَنَۃً وَّ فِی الۡاٰخِرَۃِ اِنَّا هُدۡنَاۤ اِلَیۡکَ ؕ
|
:আরবি
رَبِّ لَوۡ شِئۡتَ اَهۡلَکۡتَهُمۡ مِّنۡ قَبۡلُ وَ اِیَّایَ ؕ اَتُهۡلِکُنَا بِمَا فَعَلَ السُّفَهَآءُ مِنَّا ۚ اِنۡ هِیَ اِلَّا فِتۡنَتُکَ ؕ تُضِلُّ بِهَا مَنۡ تَشَآءُ وَ تَهۡدِیۡ مَنۡ تَشَآءُ ؕ اَنۡتَ وَلِیُّنَا فَاغۡفِرۡ لَنَا وَ ارۡحَمۡنَا وَ اَنۡتَ خَیۡرُ الۡغٰفِرِیۡنَ. وَ اکۡتُبۡ لَنَا فِیۡ هٰذِهِ الدُّنۡیَا حَسَنَۃً وَّ فِی الۡاٰخِرَۃِ اِنَّا هُدۡنَاۤ اِلَیۡکَ ؕ |
দোয়া:মুসলিম অবস্থায় মৃত্যুবরণ এবং সৎ লোকদের অন্তর্ভূক্ত হওয়া |
সূরা: ১২. ইউসুফ |
আয়াত নং:১০১ |
অর্থ:
হে আকাশ ও যমীনের স্রষ্টা! আপনি আমার অভিভাবক দুনিয়া ও পরকালে। আপনি আমাকে মুসলিম অবস্থায় মৃত্যু দান করুন এবং সৎ লোকদের সাথে আমাকে সম্পৃক্ত করুন।
উচ্চারণ:
ফাত্বিরাছ ছামাওয়াতি ওয়াল আরদি আনতা ওয়ালিইয়্যী ফিদ দুনইয়া ওয়াল আখিরাহ, তাওয়াফফানী মুসলিমাও ওয়া আলহিকনী বিছছালিহীন
:আরবি
فَاطِرَ السَّمَاوَاتِ وَالْأَرْضِ أَنْتَ وَلِيِّي فِي الدُّنْيَا وَالْآخِرَةِ تَوَفَّنِي مُسْلِمًا وَأَلْحِقْنِي بِالصَّالِحِينَ
|
:আরবি
فَاطِرَ السَّمَاوَاتِ وَالْأَرْضِ أَنْتَ وَلِيِّي فِي الدُّنْيَا وَالْآخِرَةِ تَوَفَّنِي مُسْلِمًا وَأَلْحِقْنِي بِالصَّالِحِينَ |
দোয়া:যানবাহনে আরোহন |
সূরা: ৪৩. আয-যুখরুফ |
আয়াত নং:১৩ |
অর্থ:
পবিত্র-মহান সেই সত্তা যিনি এগুলোকে আমাদের বশীভূত করে দিয়েছেন। আর আমরা এগুলোকে নিয়ন্ত্রণ করতে সক্ষম ছিলাম না’। আর নিশ্চয় আমরা আমাদের রবের কাছেই প্রত্যাবর্তনকারী।
উচ্চারণ:
সুবহানাল্লাযি শাখখারলানা হাজা ওমা কুন্না লাহু মুক্বরিনীনা , ওয়া ইন্না ইলা রব্বিনা লা মুনক্বলিবুন
:আরবি
سُبۡحٰنَ الَّذِیۡ سَخَّرَ لَنَا هٰذَا وَ مَا کُنَّا لَهٗ مُقۡرِنِیۡنَ. وَ اِنَّاۤ اِلٰی رَبِّنَا لَمُنۡقَلِبُوۡنَ
|
:আরবি
سُبۡحٰنَ الَّذِیۡ سَخَّرَ لَنَا هٰذَا وَ مَا کُنَّا لَهٗ مُقۡرِنِیۡنَ. وَ اِنَّاۤ اِلٰی رَبِّنَا لَمُنۡقَلِبُوۡنَ |
দোয়া:রাষ্ট্রীয় বিষয়ে সাহায্য লাভ |
সূরা: ১৭. আল-ইসরা |
আয়াত নং:৮০ |
অর্থ:
হে আমার রাব্ব! যেখানে গমন শুভ ও সন্তোষজনক আপনি আমাকে সেখানে নিয়ে যান এবং যেখান হতে নির্গমন শুভ ও সন্তোষজনক সেখান হতে আমাকে বের করে নিন এবং আপনার নিকট হতে আমাকে দান করুন সাহায্যকারী শক্তি।
উচ্চারণ:
রব্বি আদখিলনী মুদখলা ছিদকিন ওয়া আখরিজনী মুখরজা ছিদকিনও ওয়াজআলনী মিললাদুনকা সুলতানান নাছীরা
:আরবি
رَبِّ أَدْخِلْنِي مُدْخَلَ صِدْقٍ وَأَخْرِجْنِي مُخْرَجَ صِدْقٍ وَاجْعَلْ لِي مِنْ لَدُنْكَ سُلْطَانًا نَصِيرًا
|
:আরবি
رَبِّ أَدْخِلْنِي مُدْخَلَ صِدْقٍ وَأَخْرِجْنِي مُخْرَجَ صِدْقٍ وَاجْعَلْ لِي مِنْ لَدُنْكَ سُلْطَانًا نَصِيرًا |
দোয়া:রহমত এবং সঠিক দিক নির্দেশনা প্রাপ্তি |
সূরা: ১৮. আল-কাহফ |
আয়াত নং:১০ |
অর্থ:
হে আমাদের পালনকর্তা! তুমি আমাদেরকে তোমার পক্ষ থেকে রহমত দান করো এবং আমাদের জন্য আমাদের কাজের সঠিক পথ সুগম করে দাও।
উচ্চারণ:
রাব্বানা আ'তিনা মিন লাদুন্কা রহমাতান্ ওয়া হাইয়্ই লানা মিন আমরিনা রাশাদা
:আরবি
رَبَّنَا آتِنَا مِنْ لَدُنْكَ رَحْمَةً وَهَيِّئْ لَنَا مِنْ أَمْرِنَا رَشَدًا
|
:আরবি
رَبَّنَا آتِنَا مِنْ لَدُنْكَ رَحْمَةً وَهَيِّئْ لَنَا مِنْ أَمْرِنَا رَشَدًا |
দোয়া:রিজিক প্রাপ্তি |
সূরা: ৫. আল-মায়েদা |
আয়াত নং:১১৪ |
অর্থ:
হে আমাদের রব, আসমান থেকে আমাদের প্রতি খাবারপূর্ণ দস্তরখান নাযিল করুন; এটা আমাদের জন্য ঈদ হবে। আমাদের পূর্ববর্তী ও পরবর্তীদের জন্য। আর আপনার পক্ষ থেকে এক নিদর্শন হবে। আর আমাদেরকে রিয্ক দান করুন, আপনিই শ্রেষ্ঠ রিয্কদাতা।
উচ্চারণ:
রব্বানা আনযিল আলাইনা মায়িদাতাম মিনাস সামায়ি তাকূনু লানা ঈদাল আওয়্যালিনা ও আখিরনা ও আয়াতাম মিনকা, ওয়ারযুকনা ওয়া আনতা খাইরুর রাযিক্বীন।
:আরবি
رَبَّنَاۤ اَنۡزِلۡ عَلَیۡنَا مَآئِدَۃً مِّنَ السَّمَآءِ تَکُوۡنُ لَنَا عِیۡدًا لِّاَوَّلِنَا وَ اٰخِرِنَا وَ اٰیَۃً مِّنۡکَ ۚ وَ ارۡزُقۡنَا وَ اَنۡتَ خَیۡرُ الرّٰزِقِیۡنَ
|
:আরবি
رَبَّنَاۤ اَنۡزِلۡ عَلَیۡنَا مَآئِدَۃً مِّنَ السَّمَآءِ تَکُوۡنُ لَنَا عِیۡدًا لِّاَوَّلِنَا وَ اٰخِرِنَا وَ اٰیَۃً مِّنۡکَ ۚ وَ ارۡزُقۡنَا وَ اَنۡتَ خَیۡرُ الرّٰزِقِیۡنَ |
দোয়া:শুকরিয়া এবং সৎকর্মশীলদের অন্তভূক্ত হওয়া |
সূরা: ২৭. আন-নামাল |
আয়াত নং:১৯ |
অর্থ:
হে আমার রব, তুমি আমার প্রতি ও আমার পিতা-মাতার প্রতি যে অনুগ্রহ করেছ তার জন্য আমাকে তোমার শুকরিয়া আদায় করার তাওফীক দাও। আর আমি যাতে এমন সৎকাজ করতে পারি যা তুমি পছন্দ কর। আর তোমার অনুগ্রহে তুমি আমাকে তোমার সৎকর্মপরায়ণ বান্দাদের অন্তর্ভুক্ত কর।
উচ্চারণ:
রব্বি আওযি’নী আন আশকুরা নিআমাতাকাল লাতী আনআমতা আলাইয়্যা ওয়া আলা ওয়ালি দাইয়্যা ওয়াআন আ”মালা ছলিহান তারদ্বয়াহু ওয়া আদখিলনী বিরহমাতিকা ফি ইবাদিকাছ ছলিহীন
:আরবি
رَبِّ اَوۡزِعۡنِیۡۤ اَنۡ اَشۡکُرَ نِعۡمَتَکَ الَّتِیۡۤ اَنۡعَمۡتَ عَلَیَّ وَ عَلٰی وَالِدَیَّ وَ اَنۡ اَعۡمَلَ صَالِحًا تَرۡضٰىهُ وَ اَدۡخِلۡنِیۡ بِرَحۡمَتِکَ فِیۡ عِبَادِکَ الصّٰلِحِیۡنَ
|
:আরবি
رَبِّ اَوۡزِعۡنِیۡۤ اَنۡ اَشۡکُرَ نِعۡمَتَکَ الَّتِیۡۤ اَنۡعَمۡتَ عَلَیَّ وَ عَلٰی وَالِدَیَّ وَ اَنۡ اَعۡمَلَ صَالِحًا تَرۡضٰىهُ وَ اَدۡخِلۡنِیۡ بِرَحۡمَتِکَ فِیۡ عِبَادِکَ الصّٰلِحِیۡنَ |