তাওহীদ প্রকাশনী
পবিত্র কুরআন শরীফ
পবিত্র কুরআন শরীফে মোট ৬,২৩৬টি আয়াত রয়েছে। এই বিশাল আয়াতভাণ্ডার থেকে নির্দিষ্ট কোনো বিষয়ভিত্তিক আয়াত বা তথ্য খুঁজে পেতে হলে সার্চ বক্সে বাংলা কী-ওয়ার্ড (মূল শব্দ) টাইপ করতে হবে। উদাহরণস্বরূপ, আপনি চাইলে লিখতে পারেন: নামায, সালাত, রোযা, কিয়ামত, কবর, জান্নাত, জাহান্নাম ইত্যাদি। প্রতিটি কী-ওয়ার্ড লিখলে তার সাথে সম্পর্কিত কুরআনের আয়াতগুলো অনুসন্ধানে দেখানো হবে।
অনুসন্ধানে সফল হওয়ার জন্য কিছু বিষয়ের প্রতি লক্ষ্য রাখা জরুরি। আপনি যেন পূর্ণ বাক্য বা প্রশ্নের ধরণে কিছু না লেখেন। যেমন: “নামায সম্পর্কে আয়াত দিন” — না লিখে এর পরিবর্তে শুধু লিখুন “নামায” বা “সালাত”।
অনেক সময় এক শব্দের একাধিক বানান ব্যবহৃত হতে পারে। যেমন: নামায না পেলে নামাজ, রোযা না পেলে রোজা লিখে চেষ্টা করুন। এছাড়াও, “সিয়াম” বা “সাওম” এর মতো আরবি শব্দের বাংলা রূপ লিখেও খোঁজার চেষ্টা করা যেতে পারে। এটি অনুসন্ধানকে আরও কার্যকর করে তোলে।
এই অনুসন্ধান পদ্ধতি শুধু সময় বাঁচায় না, বরং আপনার কুরআন চর্চা, গবেষণা ও জ্ঞানের গভীরতাকে আরও সমৃদ্ধ করে। তাই অনুসন্ধানের সময় সংক্ষিপ্ত, প্রাসঙ্গিক ও স্পষ্ট কী-ওয়ার্ড ব্যবহার করুন — ফলাফল আরও নিখুঁত ও ফলপ্রসূ হবে ইনশাআল্লাহ।