بِسْمِ ٱللّٰهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ
শুরু করছি আল্লাহ্‌র নামে, যিনি পরম করুণাময়, অতি দয়ালু।
সূরা, আয়াত নং, অর্থ ও আরবি
১১৪. আন-নাস - ১
বলঃ আমি আশ্রয় চাচ্ছি মানুষের রবের,
قُلۡ اَعُوۡذُ بِرَبِّ النَّاسِ
১১৪. আন-নাস - ২
যিনি মানবমন্ডলীর বাদশাহ বা অধিপতি।
مَلِکِ النَّاسِ
১১৪. আন-নাস - ৩
যিনি মানবমন্ডলীর উপাস্য।
اِلٰهِ النَّاسِ
১১৪. আন-নাস - ৪
আত্মগোপনকারী কু-মন্ত্রণাদাতার অনিষ্টতা হতে।
مِنۡ شَرِّ الۡوَسۡوَاسِ ۬ۙ الۡخَنَّاسِ
১১৪. আন-নাস - ৫
যে কু-মন্ত্রণা দেয় মানুষের অন্তরে,
الَّذِیۡ یُوَسۡوِسُ فِیۡ صُدُوۡرِ النَّاسِ
১১৪. আন-নাস - ৬
জিনের মধ্য হতে অথবা মানুষের মধ্য হতে।
مِنَ الۡجِنَّۃِ وَ النَّاسِ