بِسْمِ ٱللّٰهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ
শুরু করছি আল্লাহ্‌র নামে, যিনি পরম করুণাময়, অতি দয়ালু।
সূরা, আয়াত নং, অর্থ ও আরবি
১১১. আল-মাসাদ (লাহাব) - ৫
তার গলদেশে খেজুর বাকলের রজ্জু রয়েছে।
فِیۡ جِیۡدِهَا حَبۡلٌ مِّنۡ مَّسَدٍ
১১২. আল-ইখলাস - ১
বলঃ তিনিই আল্লাহ, একক-অদ্বিতীয়।
قُلۡ هُوَ اللّٰهُ اَحَدٌ
১১২. আল-ইখলাস - ২
আল্লাহ কারও মুখাপেক্ষী নন।
اَللّٰهُ الصَّمَدُ
১১২. আল-ইখলাস - ৩
তাঁর কোন সন্তান নেই এবং তিনিও কারও সন্তান নন,
لَمۡ یَلِدۡ ۬ۙ وَ لَمۡ یُوۡلَدۡ
১১২. আল-ইখলাস - ৪
এবং তাঁর সমতুল্য কেহই নেই।
وَ لَمۡ یَکُنۡ لَّهٗ کُفُوًا اَحَدٌ
১১৩. আল-ফালাক - ১
বলঃ আমি আশ্রয় চাচ্ছি ঊষার স্রষ্টার।
قُلۡ اَعُوۡذُ بِرَبِّ الۡفَلَقِ
১১৩. আল-ফালাক - ২
তিনি যা সৃষ্টি করেছেন উহার অনিষ্টতা হতে।
مِنۡ شَرِّ مَا خَلَقَ
১১৩. আল-ফালাক - ৩
অনিষ্টতা হতে রাতের, যখন ওটা অন্ধকারাচ্ছন্ন হয়।
وَ مِنۡ شَرِّ غَاسِقٍ اِذَا وَقَبَ
১১৩. আল-ফালাক - ৪
এবং ঐ সব নারীর অনিষ্টতা হতে যারা গ্রন্থিতে ফুৎকার দেয়,
وَ مِنۡ شَرِّ النَّفّٰثٰتِ فِی الۡعُقَدِ
১১৩. আল-ফালাক - ৫
এবং অনিষ্টতা হতে হিংসুকের, যখন সে হিংসা করে।
وَ مِنۡ شَرِّ حَاسِدٍ اِذَا حَسَدَ