بِسْمِ ٱللّٰهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ
শুরু করছি আল্লাহ্‌র নামে, যিনি পরম করুণাময়, অতি দয়ালু।
সূরা, আয়াত নং, অর্থ ও আরবি
১০৯. কাফিরুন - ৪
এবং আমি ইবাদাতকারী নই তার যার ইবাদাত তোমরা করে আসছ,
وَ لَاۤ اَنَا عَابِدٌ مَّا عَبَدۡتُّمۡ
১০৯. কাফিরুন - ৫
এবং তোমরা তাঁর ইবাদাতকারী নও যাঁর ইবাদাত আমি করি।
وَ لَاۤ اَنۡتُمۡ عٰبِدُوۡنَ مَاۤ اَعۡبُدُ
১০৯. কাফিরুন - ৬
তোমাদের জন্য তোমাদের কর্মফল এবং আমার জন্য আমার কর্মফল।
لَکُمۡ دِیۡنُکُمۡ وَلِیَ دِیۡنِ
১১০. আন-নাসর - ১
যখন আসবে আল্লাহর সাহায্য ও বিজয়,
اِذَا جَآءَ نَصۡرُ اللّٰهِ وَ الۡفَتۡحُ
১১০. আন-নাসর - ২
এবং তুমি মানুষকে দলে দলে আল্লাহর দীনে প্রবেশ করতে দেখবে,
وَ رَاَیۡتَ النَّاسَ یَدۡخُلُوۡنَ فِیۡ دِیۡنِ اللّٰهِ اَفۡوَاجًا
১১০. আন-নাসর - ৩
তখন তুমি তোমার রবের কৃতজ্ঞতা মূলক পবিত্রতা ও মহিমা ঘোষণা কর এবং তাঁর সমীপে ক্ষমা প্রার্থনা কর; তিনিতো সর্বাপেক্ষা অধিক অনুতাপ গ্রহণকারী।
فَسَبِّحۡ بِحَمۡدِ رَبِّکَ وَ اسۡتَغۡفِرۡهُ ؕؔ اِنَّهٗ کَانَ تَوَّابًا
১১১. আল-মাসাদ (লাহাব) - ১
ধ্বংস হোক আবু লাহাবের হস্তদ্বয় এবং ধ্বংস হোক সে নিজেও।
تَبَّتۡ یَدَاۤ اَبِیۡ لَهَبٍ وَّ تَبَّ
১১১. আল-মাসাদ (লাহাব) - ২
ওর ধন সম্পদ ও ওর উপার্জন ওর কোন উপকারে আসেনি।
مَاۤ اَغۡنٰی عَنۡهُ مَالُهٗ وَ مَا کَسَبَ
১১১. আল-মাসাদ (লাহাব) - ৩
অচিরেই সে শিখা বিশিষ্ট জাহান্নামের আগুনে প্রবেশ করবে,
سَیَصۡلٰی نَارًا ذَاتَ لَهَبٍ
১১১. আল-মাসাদ (লাহাব) - ৪
এবং তার স্ত্রীও-যে ইন্ধন বহন করে।
وَّ امۡرَاَتُهٗ ؕ حَمَّالَۃَ الۡحَطَبِ