بِسْمِ ٱللّٰهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ
শুরু করছি আল্লাহ্‌র নামে, যিনি পরম করুণাময়, অতি দয়ালু।
সূরা, আয়াত নং, অর্থ ও আরবি
১০৭. আল-মাঊন - ৪
সুতরাং পরিতাপ সেই সালাত আদায়কারীদের জন্য –
فَوَیۡلٌ لِّلۡمُصَلِّیۡنَ
১০৭. আল-মাঊন - ৫
যারা তাদের সালাতে অমনোযোগী,
الَّذِیۡنَ هُمۡ عَنۡ صَلَاتِهِمۡ سَاهُوۡنَ
১০৭. আল-মাঊন - ৬
যারা লোক দেখানোর জন্য ওটা করে।
الَّذِیۡنَ هُمۡ یُرَآءُوۡنَ
১০৭. আল-মাঊন - ৭
এবং গৃহস্থালীর প্রয়োজনীয় ছোট খাট সাহায্য দানে বিরত থাকে।
وَ یَمۡنَعُوۡنَ الۡمَاعُوۡنَ
১০৮. আল-কাউসার - ১
আমি অবশ্যই তোমাকে কাওছার দান করেছি,
اِنَّاۤ اَعۡطَیۡنٰکَ الۡکَوۡثَرَ
১০৮. আল-কাউসার - ২
সুতরাং তোমার রবের উদ্দেশে সালাত আদায় কর এবং কুরবানী কর।
فَصَلِّ لِرَبِّکَ وَ انۡحَرۡ
১০৮. আল-কাউসার - ৩
নিশ্চয়ই তোমার প্রতি বিদ্বেষ পোষণকারীইতো নিবংর্শ।
اِنَّ شَانِئَکَ هُوَ الۡاَبۡتَرُ
১০৯. কাফিরুন - ১
বলঃ হে কাফিরেরা!
قُلۡ یٰۤاَیُّهَا الۡکٰفِرُوۡنَ
১০৯. কাফিরুন - ২
আমি তার ইবাদাত করিনা যার ইবাদাত তোমরা কর,
لَاۤ اَعۡبُدُ مَا تَعۡبُدُوۡنَ
১০৯. কাফিরুন - ৩
এবং তোমরাও তাঁর ইবাদাতকারী নও যাঁর ইবাদাত আমি করি,
وَ لَاۤ اَنۡتُمۡ عٰبِدُوۡنَ مَاۤ اَعۡبُدُ