بِسْمِ ٱللّٰهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ
শুরু করছি আল্লাহ্‌র নামে, যিনি পরম করুণাময়, অতি দয়ালু।
সূরা, আয়াত নং, অর্থ ও আরবি
১০৫. আল-ফীল - ৩
তাদের বিরুদ্ধে তিনি ঝাঁকে ঝাঁকে পক্ষীকূল প্রেরণ করেছিলেন –
وَّ اَرۡسَلَ عَلَیۡهِمۡ طَیۡرًا اَبَابِیۡلَ
১০৫. আল-ফীল - ৪
যারা তাদের উপর প্রস্তর কংকর নিক্ষেপ করেছিল।
تَرۡمِیۡهِمۡ بِحِجَارَۃٍ مِّنۡ سِجِّیۡلٍ
১০৫. আল-ফীল - ৫
অতঃপর তিনি তাদেরকে ভক্ষিত তৃণ সদৃশ করে দেন।
فَجَعَلَهُمۡ کَعَصۡفٍ مَّاۡکُوۡلٍ
১০৬. আল-কুরাইশ - ১
যেহেতু কুরাইশের আসক্তি আছে,
لِاِیۡلٰفِ قُرَیۡشٍ
১০৬. আল-কুরাইশ - ২
আসক্তি আছে তাদের শীত ও গ্রীষ্ম সফরের,
اٖلٰفِهِمۡ رِحۡلَۃَ الشِّتَآءِ وَ الصَّیۡفِ
১০৬. আল-কুরাইশ - ৩
অতএব তারা ইবাদাত করুক এই গৃহের রবের,
فَلۡیَعۡبُدُوۡا رَبَّ هٰذَا الۡبَیۡتِ
১০৬. আল-কুরাইশ - ৪
যিনি তাদেরকে ক্ষুধায় আহার্য দান করেছেন এবং ভয় হতে তাদেরকে নিরাপদ করেছেন।
الَّذِیۡۤ اَطۡعَمَهُمۡ مِّنۡ جُوۡعٍ ۬ۙ وَّ اٰمَنَهُمۡ مِّنۡ خَوۡفٍ
১০৭. আল-মাঊন - ১
তুমি কি দেখেছ তাকে, যে কর্মফলকে মিথ্যা বলে থাকে?
اَرَءَیۡتَ الَّذِیۡ یُکَذِّبُ بِالدِّیۡنِ
১০৭. আল-মাঊন - ২
সেতো সে, যে পিতৃহীনকে রূঢ়ভাবে তাড়িয়ে দেয়,
فَذٰلِکَ الَّذِیۡ یَدُعُّ الۡیَتِیۡمَ
১০৭. আল-মাঊন - ৩
এবং সে অভাবগ্রস্তকে খাদ্য দানে উৎসাহ প্রদান করেনা,
وَ لَا یَحُضُّ عَلٰی طَعَامِ الۡمِسۡکِیۡنِ