بِسْمِ ٱللّٰهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ
শুরু করছি আল্লাহ্‌র নামে, যিনি পরম করুণাময়, অতি দয়ালু।
সূরা, আয়াত নং, অর্থ ও আরবি
১০৪. আল-হুমাযা - ২
যে অর্থ জমায় ও তা গুণে গুণে রাখে।
الَّذِیۡ جَمَعَ مَالًا وَّ عَدَّدَهٗ
১০৪. আল-হুমাযা - ৩
সে ধারণা করে যে, তার অর্থ তাকে অমর করে রাখবে।
یَحۡسَبُ اَنَّ مَالَهٗۤ اَخۡلَدَهٗ
১০৪. আল-হুমাযা - ৪
কখনও না, সে অবশ্যই নিক্ষিপ্ত হবে হুতামায়।
کَلَّا لَیُنۡۢبَذَنَّ فِی الۡحُطَمَۃِ
১০৪. আল-হুমাযা - ৫
হুতামা কী, তা কি তুমি জান?
وَ مَاۤ اَدۡرٰىکَ مَا الۡحُطَمَۃُ
১০৪. আল-হুমাযা - ৬
ওটা আল্লাহর প্রজ্জ্বলিত হুতাশন –
نَارُ اللّٰهِ الۡمُوۡقَدَۃُ
১০৪. আল-হুমাযা - ৭
যা হৃদয়কে গ্রাস করবে।
الَّتِیۡ تَطَّلِعُ عَلَی الۡاَفۡـِٕدَۃِ
১০৪. আল-হুমাযা - ৮
নিশ্চয়ই ওটা তাদেরকে পরিবেষ্টন করে রাখবে,
اِنَّهَا عَلَیۡهِمۡ مُّؤۡصَدَۃٌ
১০৪. আল-হুমাযা - ৯
দীর্ঘায়িত স্তম্ভসমূহে।
فِیۡ عَمَدٍ مُّمَدَّدَۃٍ
১০৫. আল-ফীল - ১
তুমি কি দেখনি যে, তোমার রাব্ব হস্তি অধিপতিদের কিরূপ (পরিণতি) করেছিলেন?
اَلَمۡ تَرَ کَیۡفَ فَعَلَ رَبُّکَ بِاَصۡحٰبِ الۡفِیۡلِ
১০৫. আল-ফীল - ২
তিনি কি তাদের চক্রান্ত ব্যর্থ করে দেননি?
اَلَمۡ یَجۡعَلۡ کَیۡدَهُمۡ فِیۡ تَضۡلِیۡلٍ