بِسْمِ ٱللّٰهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ
শুরু করছি আল্লাহ্‌র নামে, যিনি পরম করুণাময়, অতি দয়ালু।
সূরা, আয়াত নং, অর্থ ও আরবি
১০২. আত-তাকাসুর - ৩
এটা সংগত নয়, তোমরা শীঘ্রই এটা জানতে পারবে।
کَلَّا سَوۡفَ تَعۡلَمُوۡنَ
১০২. আত-তাকাসুর - ৪
আবার বলি, এটা সংগত নয়, তোমরা শীঘ্রই এটা জানতে পারবে।
ثُمَّ کَلَّا سَوۡفَ تَعۡلَمُوۡنَ
১০২. আত-তাকাসুর - ৫
সাবধান! তোমাদের নিশ্চিত জ্ঞান থাকলে অবশ্যই তোমরা মোহাচ্ছন্ন হতেনা।
کَلَّا لَوۡ تَعۡلَمُوۡنَ عِلۡمَ الۡیَقِیۡنِ
১০২. আত-তাকাসুর - ৬
তোমরাতো জাহান্নাম দেখবেই।
لَتَرَوُنَّ الۡجَحِیۡمَ
১০২. আত-তাকাসুর - ৭
আবার বলি, তোমরাতো ওটা দেখবেই চাক্ষুষ প্রত্যয়ে।
ثُمَّ لَتَرَوُنَّهَا عَیۡنَ الۡیَقِیۡنِ
১০২. আত-তাকাসুর - ৮
এরপর অবশ্যই সেদিন তোমরা সুখ সম্পদ সম্বন্ধে জিজ্ঞাসিত হবে।
ثُمَّ لَتُسۡـَٔلُنَّ یَوۡمَئِذٍ عَنِ النَّعِیۡمِ
১০৩. আল-আসর - ১
মহাকালের শপথ!
وَ الۡعَصۡرِ
১০৩. আল-আসর - ২
মানুষ অবশ্যই ক্ষতির মধ্যে রয়েছে।
اِنَّ الۡاِنۡسَانَ لَفِیۡ خُسۡرٍ
১০৩. আল-আসর - ৩
কিন্তু তারা নয়, যারা ঈমান আনে ও সৎ কাজ করে এবং পরস্পরকে সত্যের উপদেশ দেয় ও ধৈর্য ধারণে পরস্পরকে উদ্ধুদ্ধ করে।
اِلَّا الَّذِیۡنَ اٰمَنُوۡا وَ عَمِلُوا الصّٰلِحٰتِ وَ تَوَاصَوۡا بِالۡحَقِّ ۬ۙ وَ تَوَاصَوۡا بِالصَّبۡرِ
১০৪. আল-হুমাযা - ১
দুর্ভোগ প্রত্যেকের, যে পশ্চাতে ও সম্মুখে লোকের নিন্দা করে,
وَیۡلٌ لِّکُلِّ هُمَزَۃٍ لُّمَزَۃِۣ