بِسْمِ ٱللّٰهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ
শুরু করছি আল্লাহ্‌র নামে, যিনি পরম করুণাময়, অতি দয়ালু।
সূরা, আয়াত নং, অর্থ ও আরবি
১০১. আল-কারিআ - ৪
সেদিন মানুষ হবে বিক্ষিপ্ত পতংগের মত।
یَوۡمَ یَکُوۡنُ النَّاسُ کَالۡفَرَاشِ الۡمَبۡثُوۡثِ
১০১. আল-কারিআ - ৫
এবং পর্বতসমূহ হবে ধূনিত রঙ্গীন পশমের মত।
وَ تَکُوۡنُ الۡجِبَالُ کَالۡعِهۡنِ الۡمَنۡفُوۡشِ
১০১. আল-কারিআ - ৬
তখন যার পাল্লা ভারী হবে –
فَاَمَّا مَنۡ ثَقُلَتۡ مَوَازِیۡنُهٗ
১০১. আল-কারিআ - ৭
সেতো লাভ করবে প্রীতিপদ জীবন।
فَهُوَ فِیۡ عِیۡشَۃٍ رَّاضِیَۃٍ
১০১. আল-কারিআ - ৮
এবং যার পাল্লা হালকা হবে –
وَ اَمَّا مَنۡ خَفَّتۡ مَوَازِیۡنُهٗ
১০১. আল-কারিআ - ৯
তার স্থান হবে হা’বিয়াহ।
فَاُمُّهٗ هَاوِیَۃٌ
১০১. আল-কারিআ - ১০
ওটা কি, তা কি তুমি জান?
وَ مَاۤ اَدۡرٰىکَ مَا هِیَهۡ
১০১. আল-কারিআ - ১১
ওটা অতি উত্তপ্ত অগ্নি।
نَارٌ حَامِیَۃٌ
১০২. আত-তাকাসুর - ১
প্রাচুর্যের প্রতিযোগিতা তোমাদেরকে মোহাচ্ছন্ন করে রাখে,
اَلۡهٰکُمُ التَّکَاثُرُ
১০২. আত-তাকাসুর - ২
যতক্ষণ না তোমরা কাবরসমূহে উপস্থিত হচ্ছ।
حَتّٰی زُرۡتُمُ الۡمَقَابِرَ