بِسْمِ ٱللّٰهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ
শুরু করছি আল্লাহ্‌র নামে, যিনি পরম করুণাময়, অতি দয়ালু।
সূরা, আয়াত নং, অর্থ ও আরবি
১০০. আল-আদিয়াত - ৫
অতঃপর শত্রুদলের অভ্যন্তরে ঢুকে পড়ে।
فَوَسَطۡنَ بِهٖ جَمۡعًا
১০০. আল-আদিয়াত - ৬
মানুষ অবশ্যই তার রবের প্রতি অকৃতজ্ঞ,
اِنَّ الۡاِنۡسَانَ لِرَبِّهٖ لَکَنُوۡدٌ
১০০. আল-আদিয়াত - ৭
এবং নিশ্চয়ই সে নিজেই এ বিষয়ের সাক্ষী।
وَ اِنَّهٗ عَلٰی ذٰلِکَ لَشَهِیۡدٌ
১০০. আল-আদিয়াত - ৮
এবং অবশ্যই সে ধন সম্পদের আসক্তিতে অত্যন্ত কঠিন।
وَ اِنَّهٗ لِحُبِّ الۡخَیۡرِ لَشَدِیۡدٌ
১০০. আল-আদিয়াত - ৯
তবে কি সে সেই সম্পর্কে অবহিত নয় যে, কবরে যা আছে তা কখন উত্থিত হবে?
اَفَلَا یَعۡلَمُ اِذَا بُعۡثِرَ مَا فِی الۡقُبُوۡرِ
১০০. আল-আদিয়াত - ১০
এবং অন্তরে যা আছে তা প্রকাশ করা হবে?
وَ حُصِّلَ مَا فِی الصُّدُوۡرِ
১০০. আল-আদিয়াত - ১১
সেদিন তাদের কি ঘটবে, তাদের রাব্ব অবশ্যই তা সবিশেষ অবহিত।
اِنَّ رَبَّهُمۡ بِهِمۡ یَوۡمَئِذٍ لَّخَبِیۡرٌ
১০১. আল-কারিআ - ১
মহা প্রলয়।
اَلۡقَارِعَۃُ
১০১. আল-কারিআ - ২
মহা প্রলয় কী?
مَا الۡقَارِعَۃُ
১০১. আল-কারিআ - ৩
মহা প্রলয় সম্বন্ধে তুমি কী জান?
وَ مَاۤ اَدۡرٰىکَ مَا الۡقَارِعَۃُ