بِسْمِ ٱللّٰهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ
শুরু করছি আল্লাহ্‌র নামে, যিনি পরম করুণাময়, অতি দয়ালু।
সূরা, আয়াত নং, অর্থ ও আরবি
৯৯. আয-যিলযাল - ৩
এবং মানুষ বলবেঃ এর কি হল?
وَ قَالَ الۡاِنۡسَانُ مَا لَهَا
৯৯. আয-যিলযাল - ৪
সেদিন পৃথিবী তার বৃত্তান্ত বর্ণনা করবে।
یَوۡمَئِذٍ تُحَدِّثُ اَخۡبَارَهَا
৯৯. আয-যিলযাল - ৫
তোমার রাব্ব তাকে আদেশ করবেন।
بِاَنَّ رَبَّکَ اَوۡحٰی لَهَا
৯৯. আয-যিলযাল - ৬
সেদিন মানুষ দলে দলে বের হবে, কারণ তাদেরকে তাদের কৃতকর্ম দেখানো হবে।
یَوۡمَئِذٍ یَّصۡدُرُ النَّاسُ اَشۡتَاتًا ۬ۙ لِّیُرَوۡا اَعۡمَالَهُمۡ
৯৯. আয-যিলযাল - ৭
কেহ অণু পরিমাণ সৎ কাজ করলে তাও দেখতে পাবে।
فَمَنۡ یَّعۡمَلۡ مِثۡقَالَ ذَرَّۃٍ خَیۡرًا یَّرَهٗ
৯৯. আয-যিলযাল - ৮
এবং কেহ অণু পরিমান অসৎ কাজ করলে তাও দেখতে পাবে।
وَ مَنۡ یَّعۡمَلۡ مِثۡقَالَ ذَرَّۃٍ شَرًّا یَّرَهٗ
১০০. আল-আদিয়াত - ১
শপথ উর্ধ্বশ্বাসে ধাবমান অশ্বরাজীর,
وَ الۡعٰدِیٰتِ ضَبۡحًا
১০০. আল-আদিয়াত - ২
যারা ক্ষুরাঘাতে অগ্নি স্ফুলিংগ বিচ্ছুরিত করে।
فَالۡمُوۡرِیٰتِ قَدۡحًا
১০০. আল-আদিয়াত - ৩
যারা অভিযান করে প্রভাতকালে,
فَالۡمُغِیۡرٰتِ صُبۡحًا
১০০. আল-আদিয়াত - ৪
এবং যারা ঐ সময়ে ধূলি উৎক্ষিপ্ত করে।
فَاَثَرۡنَ بِهٖ نَقۡعًا