بِسْمِ ٱللّٰهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ
শুরু করছি আল্লাহ্‌র নামে, যিনি পরম করুণাময়, অতি দয়ালু।
সূরা, আয়াত নং, অর্থ ও আরবি
৯৬. আল-আলাক - ১৫
সাবধান! সে যদি নিবৃত্ত না হয় তাহলে আমি তাকে অবশ্যই হেচড়িয়ে নিয়ে যাব মাথার সম্মুখ ভাগের কেশগুচ্ছ ধরে –
کَلَّا لَئِنۡ لَّمۡ یَنۡتَهِ ۬ۙ لَنَسۡفَعًۢا بِالنَّاصِیَۃِ
৯৬. আল-আলাক - ১৬
মিথ্যাবাদী, পাপিষ্ঠের কেশগুচ্ছ।
نَاصِیَۃٍ کَاذِبَۃٍ خَاطِئَۃٍ
৯৬. আল-আলাক - ১৭
অতএব সে তার পার্শ্বচরদের আহবান করুক।
فَلۡیَدۡعُ نَادِیَهٗ
৯৬. আল-আলাক - ১৮
আমিও আহবান করব জাহান্নামের প্রহরীদেরকে।
سَنَدۡعُ الزَّبَانِیَۃَ
৯৬. আল-আলাক - ১৯
সাবধান! তুমি তার অনুসরণ করনা। সাজদাহ কর ও আমার নিকটবর্তী হও। [সাজদাহ]
کَلَّا ؕ لَا تُطِعۡهُ وَ اسۡجُدۡ وَ اقۡتَرِبۡ
৯৭. আল-কাদর - ১
নিশ্চয়ই আমি ইহা অবতীর্ণ করেছি মহিমান্বিত রাতে;
اِنَّاۤ اَنۡزَلۡنٰهُ فِیۡ لَیۡلَۃِ الۡقَدۡرِ
৯৭. আল-কাদর - ২
আর মহিমান্বিত রাত সম্বন্ধে তুমি জান কী?
وَ مَاۤ اَدۡرٰىکَ مَا لَیۡلَۃُ الۡقَدۡرِ
৯৭. আল-কাদর - ৩
মহিমান্বিত রাত হাজার মাস অপেক্ষা উত্তম।
لَیۡلَۃُ الۡقَدۡرِ ۬ۙ خَیۡرٌ مِّنۡ اَلۡفِ شَهۡرٍ
৯৭. আল-কাদর - ৪
ঐ রাতে (মালাইকা) ফিরিশতাগণ ও রুহ অবতীর্ণ হয় প্রত্যেক কাজে তাদের রবের অনুমতিক্রমে।
تَنَزَّلُ الۡمَلٰٓئِکَۃُ وَ الرُّوۡحُ فِیۡهَا بِاِذۡنِ رَبِّهِمۡ ۚ مِنۡ کُلِّ اَمۡرٍ
৯৭. আল-কাদর - ৫
শান্তিই শান্তি! সেই রাত-ফাজরের আবির্ভাব পর্যন্ত।
سَلٰمٌ ۟ۛ هِیَ حَتّٰی مَطۡلَعِ الۡفَجۡرِ