بِسْمِ ٱللّٰهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ
শুরু করছি আল্লাহ্‌র নামে, যিনি পরম করুণাময়, অতি দয়ালু।
সূরা, আয়াত নং, অর্থ ও আরবি
৯৬. আল-আলাক - ৫
তিনি শিক্ষা দিয়েছেন মানুষকে যা সে জানতনা।
عَلَّمَ الۡاِنۡسَانَ مَا لَمۡ یَعۡلَمۡ
৯৬. আল-আলাক - ৬
বস্তুতঃ মানুষতো সীমালংঘন করেই থাকে,
کَلَّاۤ اِنَّ الۡاِنۡسَانَ لَیَطۡغٰۤی
৯৬. আল-আলাক - ৭
কারণ সে নিজেকে অভাবমুক্ত বা অমুখাপেক্ষী মনে করে।
اَنۡ رَّاٰهُ اسۡتَغۡنٰی
৯৬. আল-আলাক - ৮
তোমার রবের নিকট প্রত্যাবর্তন সুনিশ্চিত।
اِنَّ اِلٰی رَبِّکَ الرُّجۡعٰی
৯৬. আল-আলাক - ৯
তুমি কি তাকে দেখেছো যে বাধা দেয় –
اَرَءَیۡتَ الَّذِیۡ یَنۡهٰی
৯৬. আল-আলাক - ১০
এক বান্দাকে যখন সে সালাত আদায় করে?
عَبۡدًا اِذَا صَلّٰی
৯৬. আল-আলাক - ১১
তুমি লক্ষ্য করেছ কি যদি সে সৎ পথে থাকে?
اَرَءَیۡتَ اِنۡ کَانَ عَلَی الۡهُدٰۤی
৯৬. আল-আলাক - ১২
অথবা তাকওয়ার নির্দেশ দেয়?
اَوۡ اَمَرَ بِالتَّقۡوٰی
৯৬. আল-আলাক - ১৩
তুমি লক্ষ্য করেছ কি যদি সে মিথ্যা আরোপ করে ও মুখ ফিরিয়ে নেয়?
اَرَءَیۡتَ اِنۡ کَذَّبَ وَ تَوَلّٰی
৯৬. আল-আলাক - ১৪
তাহলে সে কি অবগত নয় যে, আল্লাহ দেখছেন?
اَلَمۡ یَعۡلَمۡ بِاَنَّ اللّٰهَ یَرٰی