بِسْمِ ٱللّٰهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ
শুরু করছি আল্লাহ্‌র নামে, যিনি পরম করুণাময়, অতি দয়ালু।
সূরা, আয়াত নং, অর্থ ও আরবি
৯৫. আত-ত্বীন - ৩
এবং শপথ এই নিরাপদ বা শান্তিময় নগরীর –
وَ هٰذَا الۡبَلَدِ الۡاَمِیۡنِ
৯৫. আত-ত্বীন - ৪
আমিতো সৃষ্টি করেছি মানুষকে সুন্দরতম গঠনে,
لَقَدۡ خَلَقۡنَا الۡاِنۡسَانَ فِیۡۤ اَحۡسَنِ تَقۡوِیۡمٍ
৯৫. আত-ত্বীন - ৫
অতঃপর আমি তাকে হীনতাগ্রস্তদের হীনতমে পরিণত করি –
ثُمَّ رَدَدۡنٰهُ اَسۡفَلَ سٰفِلِیۡنَ
৯৫. আত-ত্বীন - ৬
কিন্তু তাদের নয় যারা মু’মিন ও সৎ কর্মপরায়ণ; তাদের জন্যতো আছে নিরবিচ্ছিন্ন পুরস্কার।
اِلَّا الَّذِیۡنَ اٰمَنُوۡا وَ عَمِلُوا الصّٰلِحٰتِ فَلَهُمۡ اَجۡرٌ غَیۡرُ مَمۡنُوۡنٍ
৯৫. আত-ত্বীন - ৭
সুতরাং এরপর কিসে তোমাকে কর্মফল সম্বন্ধে অবিশ্বাসী করে?
فَمَا یُکَذِّبُکَ بَعۡدُ بِالدِّیۡنِ
৯৫. আত-ত্বীন - ৮
আল্লাহ কি বিচারকদের মধ্যে শ্রেষ্ঠ নন?
اَلَیۡسَ اللّٰهُ بِاَحۡکَمِ الۡحٰکِمِیۡنَ
৯৬. আল-আলাক - ১
তুমি পাঠ কর তোমার রবের নামে, যিনি সৃষ্টি করেছেন।
اِقۡرَاۡ بِاسۡمِ رَبِّکَ الَّذِیۡ خَلَقَ
৯৬. আল-আলাক - ২
সৃষ্টি করেছেন মানুষকে রক্তপিন্ড হতে।
خَلَقَ الۡاِنۡسَانَ مِنۡ عَلَقٍ
৯৬. আল-আলাক - ৩
পাঠ করঃ আর তোমার রাব্ব মহা মহিমান্বিত,
اِقۡرَاۡ وَ رَبُّکَ الۡاَکۡرَمُ
৯৬. আল-আলাক - ৪
যিনি কলমের সাহায্যে শিক্ষা দিয়েছেন।
الَّذِیۡ عَلَّمَ بِالۡقَلَمِ