بِسْمِ ٱللّٰهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ
শুরু করছি আল্লাহ্‌র নামে, যিনি পরম করুণাময়, অতি দয়ালু।
সূরা, আয়াত নং, অর্থ ও আরবি
৯৪. আল-ইনশিরাহ - ১
আমি কি তোমার বক্ষ তোমার কল্যাণে উন্মুক্ত করে দিইনি?
اَلَمۡ نَشۡرَحۡ لَکَ صَدۡرَکَ
৯৪. আল-ইনশিরাহ - ২
আমি তোমা হতে অপসারণ করেছি তোমার সেই ভার –
وَ وَضَعۡنَا عَنۡکَ وِزۡرَکَ
৯৪. আল-ইনশিরাহ - ৩
যা তোমার পৃষ্ঠকে অবনমিত করেছিল;
الَّذِیۡۤ اَنۡقَضَ ظَهۡرَکَ
৯৪. আল-ইনশিরাহ - ৪
এবং আমি তোমার খ্যাতিকে উচ্চ মর্যাদা দান করেছি।
وَ رَفَعۡنَا لَکَ ذِکۡرَکَ
৯৪. আল-ইনশিরাহ - ৫
কষ্টের সাথেই তো স্বস্তি আছে।
فَاِنَّ مَعَ الۡعُسۡرِ یُسۡرًا
৯৪. আল-ইনশিরাহ - ৬
অবশ্যই কষ্টের সাথে স্বস্তি আছে।
اِنَّ مَعَ الۡعُسۡرِ یُسۡرًا
৯৪. আল-ইনশিরাহ - ৭
অতএব যখনই অবসর পাও সাধনা কর,
فَاِذَا فَرَغۡتَ فَانۡصَبۡ
৯৪. আল-ইনশিরাহ - ৮
এবং তোমার রবের প্রতিই মনোনিবেশ কর।
وَ اِلٰی رَبِّکَ فَارۡغَبۡ
৯৫. আত-ত্বীন - ১
শপথ ‘তীন’ ও যাইতূন’ এর –
وَ التِّیۡنِ وَ الزَّیۡتُوۡنِ
৯৫. আত-ত্বীন - ২
শপথ ‘সিনাই’ পর্বতের –
وَ طُوۡرِ سِیۡنِیۡنَ