بِسْمِ ٱللّٰهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ
শুরু করছি আল্লাহ্‌র নামে, যিনি পরম করুণাময়, অতি দয়ালু।
সূরা, আয়াত নং, অর্থ ও আরবি
৯৩. আদ-দুহা - ২
শপথ রাতের যখন ওটা সমাচ্ছন্ন করে ফেলে;
وَ الَّیۡلِ اِذَا سَجٰی
৯৩. আদ-দুহা - ৩
তোমার রাব্ব তোমাকে পরিত্যাগ করেননি এবং তোমার প্রতি বিরূপও হননি।
مَا وَدَّعَکَ رَبُّکَ وَ مَا قَلٰی
৯৩. আদ-দুহা - ৪
তোমার জন্য পরবর্তী সময়তো পূর্ববর্তী সময় অপেক্ষা শ্রেয় বা কল্যাণকর।
وَ لَلۡاٰخِرَۃُ خَیۡرٌ لَّکَ مِنَ الۡاُوۡلٰی
৯৩. আদ-দুহা - ৫
অচিরেই তোমার রাব্ব তোমাকে এরূপ দান করবেন যাতে তুমি সন্তুষ্ট হবে।
وَ لَسَوۡفَ یُعۡطِیۡکَ رَبُّکَ فَتَرۡضٰی
৯৩. আদ-দুহা - ৬
তিনি কি তোমাকে পিতৃহীন অবস্থায় পাননি, অতঃপর তোমাকে আশ্রয় দান করেননি?
اَلَمۡ یَجِدۡکَ یَتِیۡمًا فَاٰوٰی
৯৩. আদ-দুহা - ৭
তিনি তোমাকে পেলেন পথ সম্পর্কে অনবহিত, অতঃপর তিনি পথের নির্দেশ দিলেন।
وَ وَجَدَکَ ضَآلًّا فَهَدٰی
৯৩. আদ-দুহা - ৮
তিনি তোমাকে পেলেন নিঃস্ব অবস্থায়, অতঃপর অভাবমুক্ত করলেন।
وَ وَجَدَکَ عَآئِلًا فَاَغۡنٰی
৯৩. আদ-দুহা - ৯
অতএব তুমি পিতৃহীনের প্রতি কঠোর হয়োনা,
فَاَمَّا الۡیَتِیۡمَ فَلَا تَقۡهَرۡ
৯৩. আদ-দুহা - ১০
আর সওয়ালকারীকে ভৎর্সনা করনা।
وَ اَمَّا السَّآئِلَ فَلَا تَنۡهَرۡ
৯৩. আদ-দুহা - ১১
তুমি তোমার রবের অনুগ্রহের কথা ব্যক্ত করতে থাকো।
وَ اَمَّا بِنِعۡمَۃِ رَبِّکَ فَحَدِّثۡ