بِسْمِ ٱللّٰهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ
শুরু করছি আল্লাহ্‌র নামে, যিনি পরম করুণাময়, অতি দয়ালু।
সূরা, আয়াত নং, অর্থ ও আরবি
৯২. আল-লাইল - ১৩
আমিই মালিক পরলোকের ও ইহলোকের।
وَ اِنَّ لَنَا لَلۡاٰخِرَۃَ وَ الۡاُوۡلٰی
৯২. আল-লাইল - ১৪
আমি তোমাদেরকে জাহান্নামের লেলিহান আগুন হতে সতর্ক করে দিয়েছি।
فَاَنۡذَرۡتُکُمۡ نَارًا تَلَظّٰی
৯২. আল-লাইল - ১৫
তাতে প্রবেশ করবে সে’ই যে নিতান্ত হতভাগা –
لَا یَصۡلٰىهَاۤ اِلَّا الۡاَشۡقَی
৯২. আল-লাইল - ১৬
যে অসত্যারোপ করে ও মুখ ফিরিয়ে নেয়।
الَّذِیۡ کَذَّبَ وَ تَوَلّٰی
৯২. আল-লাইল - ১৭
আর ওটা হতে রক্ষা পাবে সেই পরম মুত্তাকী –
وَ سَیُجَنَّبُهَا الۡاَتۡقَی
৯২. আল-লাইল - ১৮
যে স্বীয় সম্পদ দান করে আত্মশুদ্ধির উদ্দেশে,
الَّذِیۡ یُؤۡتِیۡ مَالَهٗ یَتَزَکّٰی
৯২. আল-লাইল - ১৯
এবং তার প্রতি কারও অনুগ্রহের প্রতিদান হিসাবে নয়,
وَ مَا لِاَحَدٍ عِنۡدَهٗ مِنۡ نِّعۡمَۃٍ تُجۡزٰۤی
৯২. আল-লাইল - ২০
বরং শুধু তার মহান রবের সন্তোষ লাভের প্রত্যাশায়,
اِلَّا ابۡتِغَآءَ وَجۡهِ رَبِّهِ الۡاَعۡلٰی
৯২. আল-লাইল - ২১
সেতো অচিরেই সন্তোষ লাভ করবে।
وَ لَسَوۡفَ یَرۡضٰی
৯৩. আদ-দুহা - ১
শপথ পূর্বাহ্নের।
وَ الضُّحٰی