بِسْمِ ٱللّٰهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ
শুরু করছি আল্লাহ্‌র নামে, যিনি পরম করুণাময়, অতি দয়ালু।
সূরা, আয়াত নং, অর্থ ও আরবি
৯২. আল-লাইল - ৩
এবং শপথ নর ও নারীর যা তিনি সৃষ্টি করেছেন।
وَ مَا خَلَقَ الذَّکَرَ وَ الۡاُنۡثٰۤی
৯২. আল-লাইল - ৪
অবশ্যই তোমাদের কর্মপ্রচেষ্টা বিভিন্ন মুখী,
اِنَّ سَعۡیَکُمۡ لَشَتّٰی
৯২. আল-লাইল - ৫
সুতরাং কেহ দান করলে, সংযত হলে –
فَاَمَّا مَنۡ اَعۡطٰی وَ اتَّقٰ
৯২. আল-লাইল - ৬
এবং সদ্বিষয়কে সত্যজ্ঞান করলে –
وَ صَدَّقَ بِالۡحُسۡنٰی
৯২. আল-লাইল - ৭
অচিরেই আমি তার জন্য সুগম করে দিব সহজ পথ।
فَسَنُیَسِّرُهٗ لِلۡیُسۡرٰی
৯২. আল-লাইল - ৮
পক্ষান্তরে কেহ কার্পণ্য করলে ও নিজেকে স্বয়ংসম্পূর্ণ মনে করলে –
وَ اَمَّا مَنۡۢ بَخِلَ وَ اسۡتَغۡنٰی
৯২. আল-লাইল - ৯
আর যা উত্তম তা অস্বীকার করলে –
وَ کَذَّبَ بِالۡحُسۡنٰی
৯২. আল-লাইল - ১০
অচিরেই তার জন্য আমি সুগম করে দিব কঠোর পরিণামের পথ –
فَسَنُیَسِّرُهٗ لِلۡعُسۡرٰی
৯২. আল-লাইল - ১১
এবং তার সম্পদ তার কোন কাজে আসবেনা যখন সে ধ্বংস হবে।
وَ مَا یُغۡنِیۡ عَنۡهُ مَا لُهٗۤ اِذَا تَرَدّٰی
৯২. আল-লাইল - ১২
আমার কাজতো শুধু পথ নির্দেশ করা,
اِنَّ عَلَیۡنَا لَلۡهُدٰی