بِسْمِ ٱللّٰهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ
শুরু করছি আল্লাহ্‌র নামে, যিনি পরম করুণাময়, অতি দয়ালু।
সূরা, আয়াত নং, অর্থ ও আরবি
৯১. আশ-শামস - ৮
অতঃপর তাকে তার অসৎ কাজ ও তার সৎ কার্জের জ্ঞান দান করেছেন,
فَاَلۡهَمَهَا فُجُوۡرَهَا وَ تَقۡوٰىهَا
৯১. আশ-শামস - ৯
সে’ই সফলকাম হবে যে নিজেকে পবিত্র করবে।
قَدۡ اَفۡلَحَ مَنۡ زَکّٰىهَا
৯১. আশ-শামস - ১০
এবং সে’ই ব্যর্থ মনোরথ হবে যে নিজেকে কলুষাচ্ছন্ন করবে।
وَ قَدۡ خَابَ مَنۡ دَسّٰىهَا
৯১. আশ-শামস - ১১
ছামূদ সম্প্রদায় অবাধ্যতা বশতঃ সত্যকে মিথ্যা বলে প্রত্যাখ্যান করল,
کَذَّبَتۡ ثَمُوۡدُ بِطَغۡوٰىهَاۤ
৯১. আশ-শামস - ১২
সুতরাং তাদের মধ্যে যে সর্বাধিক হতভাগ্য সে যখন তৎপর হয়ে উঠল –
اِذِ انۡۢبَعَثَ اَشۡقٰهَا
৯১. আশ-শামস - ১৩
তখন আল্লাহর রাসূল তাদেরকে বললঃ আল্লাহর উষ্ট্রী ও, ওকে পানি পান করানোর বিষয়ে সাবধান হও,
فَقَالَ لَهُمۡ رَسُوۡلُ اللّٰهِ نَاقَۃَ اللّٰهِ وَ سُقۡیٰهَا
৯১. আশ-শামস - ১৪
কিন্তু তারা তাকে মিথ্যাবাদী বলল, অতঃপর ঐ উষ্ট্রিকে কেটে ফেলল। সুতরাং তাদের পাপের জন্য তাদের রাব্ব তাদেরকে সমূলে ধ্বংস করলেন, অতঃপর তাদেরকে ভূমিসাৎ করে ফেললেন,
فَکَذَّبُوۡهُ فَعَقَرُوۡهَا ۪۬ۙ فَدَمۡدَمَ عَلَیۡهِمۡ رَبُّهُمۡ بِذَنۡۢبِهِمۡ فَسَوّٰىهَا
৯১. আশ-শামস - ১৫
আর তিনি ওর পরিণামকে ভয় করলেন না।
وَ لَا یَخَافُ عُقۡبٰهَا
৯২. আল-লাইল - ১
শপথ রাতের যখন ওটা আচ্ছন্ন করে,
وَ الَّیۡلِ اِذَا یَغۡشٰی
৯২. আল-লাইল - ২
শপথ দিনের যখন ওটা উদ্ভাসিত করে,
وَ النَّهَارِ اِذَا تَجَلّٰی