بِسْمِ ٱللّٰهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ
শুরু করছি আল্লাহ্‌র নামে, যিনি পরম করুণাময়, অতি দয়ালু।
সূরা, আয়াত নং, অর্থ ও আরবি
৯০. আল-বালাদ - ১৮
তারাই সৌভাগ্যশালী।
اُولٰٓئِکَ اَصۡحٰبُ الۡمَیۡمَنَۃِ
৯০. আল-বালাদ - ১৯
যারা আমার নিদর্শন প্রত্যাখ্যান করেছে তারাই হতভাগ্য।
وَ الَّذِیۡنَ کَفَرُوۡا بِاٰیٰتِنَا هُمۡ اَصۡحٰبُ الۡمَشۡـَٔمَۃِ
৯০. আল-বালাদ - ২০
তাদের উপরই অবরুদ্ধ রয়েছে প্রচন্ড আগুন।
عَلَیۡهِمۡ نَارٌ مُّؤۡصَدَۃٌ
৯১. আশ-শামস - ১
শপথ সূর্যের যখন সে আচ্ছন্ন করে,
وَ الشَّمۡسِ وَ ضُحٰهَا
৯১. আশ-শামস - ২
শপথ চন্দ্রের যখন ওটা সূর্যের পর আবির্ভুত হয়।
وَ الۡقَمَرِ اِذَا تَلٰىهَا
৯১. আশ-শামস - ৩
শপথ দিনের, যখন ওটা ওকে প্রকাশ করে।
وَ النَّهَارِ اِذَا جَلّٰىهَا
৯১. আশ-শামস - ৪
শপথ রাতের, যখন ওটা ওকে আচ্ছাদিত করে।
وَ الَّیۡلِ اِذَا یَغۡشٰىهَا
৯১. আশ-শামস - ৫
শপথ আকাশের এবং যিনি ওটা নির্মাণ করেছেন তাঁর।
وَ السَّمَآءِ وَ مَا بَنٰهَا
৯১. আশ-শামস - ৬
শপথ পৃথিবীর এবং যিনি ওকে বিস্তৃত করেছেন তাঁর।
وَ الۡاَرۡضِ وَ مَا طَحٰهَا
৯১. আশ-শামস - ৭
শপথ মানুষের এবং তাঁর, যিনি তাকে সুঠাম করেছেন।
وَ نَفۡسٍ وَّ مَا سَوّٰىهَا