بِسْمِ ٱللّٰهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ
শুরু করছি আল্লাহ্‌র নামে, যিনি পরম করুণাময়, অতি দয়ালু।
সূরা, আয়াত নং, অর্থ ও আরবি
৯০. আল-বালাদ - ৮
আমি কি তার জন্য সৃষ্টি করিনি চক্ষু যুগল?
اَلَمۡ نَجۡعَلۡ لَّهٗ عَیۡنَیۡنِ
৯০. আল-বালাদ - ৯
তার জিহবা ও ওষ্ঠদ্বয়?
وَ لِسَانًا وَّ شَفَتَیۡنِ
৯০. আল-বালাদ - ১০
এবং আমি তাদেরকে দু’টি পথ দেখিয়েছি ।
وَ هَدَیۡنٰهُ النَّجۡدَیۡنِ
৯০. আল-বালাদ - ১১
কিন্তু সে গিরিসংকটে প্রবেশ করলনা।
فَلَا اقۡتَحَمَ الۡعَقَبَۃَ
৯০. আল-বালাদ - ১২
তুমি কি জান, গিরিসংকট কি?
وَ مَاۤ اَدۡرٰىکَ مَا الۡعَقَبَۃُ
৯০. আল-বালাদ - ১৩
এটা হচ্ছে দাসকে মুক্তি প্রদান।
فَکُّ رَقَبَۃٍ
৯০. আল-বালাদ - ১৪
অথবা দুর্ভিক্ষের সময় আহার্য দান –
اَوۡ اِطۡعٰمٌ فِیۡ یَوۡمٍ ذِیۡ مَسۡغَبَۃٍ
৯০. আল-বালাদ - ১৫
পিতৃহীন আত্মীয়কে,
یَّتِیۡمًا ذَا مَقۡرَبَۃٍ
৯০. আল-বালাদ - ১৬
অথবা ধূলায় লুন্ঠিত দরিদ্রকে।
اَوۡ مِسۡکِیۡنًا ذَا مَتۡرَبَۃٍ
৯০. আল-বালাদ - ১৭
অতঃপর অন্তর্ভুক্ত হওয়া মু’মিনদের এবং তাদের যারা পরস্পরকে উপদেশ দেয় ধৈর্য ধারনের ও দয়া দাক্ষিণ্যের।
ثُمَّ کَانَ مِنَ الَّذِیۡنَ اٰمَنُوۡا وَ تَوَاصَوۡا بِالصَّبۡرِ وَ تَوَاصَوۡا بِالۡمَرۡحَمَۃِ