بِسْمِ ٱللّٰهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ
শুরু করছি আল্লাহ্‌র নামে, যিনি পরম করুণাময়, অতি দয়ালু।
সূরা, আয়াত নং, অর্থ ও আরবি
৮৯. আল-ফাজর - ২৮
তুমি তোমার রবের নিকট ফিরে এসো সন্তুষ্ট ও সন্তোষ ভাজন হয়ে,
ارۡجِعِیۡۤ اِلٰی رَبِّکِ رَاضِیَۃً مَّرۡضِیَّۃً
৮৯. আল-ফাজর - ২৯
অতঃপর তুমি আমার বান্দাদের অন্তর্ভুক্ত হও,
فَادۡخُلِیۡ فِیۡ عِبٰدِیۡ
৮৯. আল-ফাজর - ৩০
এবং আমার জান্নাতে প্রবেশ কর।
وَ ادۡخُلِیۡ جَنَّتِیۡ
৯০. আল-বালাদ - ১
শপথ করছি এই নগরের,
لَاۤ اُقۡسِمُ بِهٰذَا الۡبَلَدِ
৯০. আল-বালাদ - ২
আর তুমি এই নগরের বৈধ অধিকারী হবে।
وَ اَنۡتَ حِلٌّۢ بِهٰذَا الۡبَلَدِ
৯০. আল-বালাদ - ৩
শপথ জন্মদাতার এবং যা সে জন্ম দিয়েছে তার।
وَ وَالِدٍ وَّ مَا وَلَدَ
৯০. আল-বালাদ - ৪
অবশ্যই আমি মানুষকে সৃষ্টি করেছি ক্লেশের মধ্যে।
لَقَدۡ خَلَقۡنَا الۡاِنۡسَانَ فِیۡ کَبَدٍ
৯০. আল-বালাদ - ৫
সে কি মনে করে যে, কখনও তার উপর কেহ ক্ষমতাবান হবেনা?
اَیَحۡسَبُ اَنۡ لَّنۡ یَّقۡدِرَ عَلَیۡهِ اَحَدٌ
৯০. আল-বালাদ - ৬
সে বলেঃ আমি রাশি রাশি অর্থ উড়িয়ে দিয়েছি।
یَقُوۡلُ اَهۡلَکۡتُ مَالًا لُّبَدًا
৯০. আল-বালাদ - ৭
সে কি ধারণা করে যে, তাকে কেহই দেখছেনা?
اَیَحۡسَبُ اَنۡ لَّمۡ یَرَهٗۤ اَحَدٌ