بِسْمِ ٱللّٰهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ
শুরু করছি আল্লাহ্‌র নামে, যিনি পরম করুণাময়, অতি দয়ালু।
সূরা, আয়াত নং, অর্থ ও আরবি
৮৮. আল-গাশিয়া - ২৪
আল্লাহ তাকে কঠোর দন্ডে দন্ডিত করবেন।
فَیُعَذِّبُهُ اللّٰهُ الۡعَذَابَ الۡاَکۡبَرَ
৮৮. আল-গাশিয়া - ২৫
নিশ্চয়ই তাদের প্রত্যাবর্তন আমারই নিকট।
اِنَّ اِلَیۡنَاۤ اِیَابَهُمۡ
৮৮. আল-গাশিয়া - ২৬
অতঃপর আমারই নিকট তাদের হিসাব-নিকাশ (গ্রহণের ভার)।
ثُمَّ اِنَّ عَلَیۡنَا حِسَابَهُمۡ
৮৯. আল-ফাজর - ১
শপথ ঊষার,
وَ الۡفَجۡرِ
৮৯. আল-ফাজর - ২
শপথ দশ রাতের,
وَ لَیَالٍ عَشۡرٍ
৮৯. আল-ফাজর - ৩
শপথ জোড় ও বেজোড়ের,
وَّ الشَّفۡعِ وَ الۡوَتۡرِ
৮৯. আল-ফাজর - ৪
এবং শপথ রাতের, যখন ওটা গত হতে থাকে।
وَ الَّیۡلِ اِذَا یَسۡرِ
৮৯. আল-ফাজর - ৫
জ্ঞানবান ব্যক্তি জন্য কি এর মধ্যে কসম করার উপাদান নেই?
هَلۡ فِیۡ ذٰلِکَ قَسَمٌ لِّذِیۡ حِجۡرٍ
৮৯. আল-ফাজর - ৬
তুমি কি দেখনি তোমার রাব্ব কি করেছিলেন ‘আদ বংশের –
اَلَمۡ تَرَ کَیۡفَ فَعَلَ رَبُّکَ بِعَادٍ
৮৯. আল-ফাজর - ৭
ইরাম গোত্রের প্রতি, যারা অধিকারী ছিল সুউচ্চ প্রাসাদের?
اِرَمَ ذَاتِ الۡعِمَادِ