بِسْمِ ٱللّٰهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ
শুরু করছি আল্লাহ্‌র নামে, যিনি পরম করুণাময়, অতি দয়ালু।
সূরা, আয়াত নং, অর্থ ও আরবি
৮৮. আল-গাশিয়া - ১৪
এবং সুরক্ষিত পান পাত্রসমূহ,
وَّ اَکۡوَابٌ مَّوۡضُوۡعَۃٌ
৮৮. আল-গাশিয়া - ১৫
ও সারি সারি তাকিয়াসমূহ,
وَّ نَمَارِقُ مَصۡفُوۡفَۃٌ
৮৮. আল-গাশিয়া - ১৬
এবং সম্প্রসারিত গালিচাসমূহ।
وَّ زَرَابِیُّ مَبۡثُوۡثَۃٌ
৮৮. আল-গাশিয়া - ১৭
তাহলে কি তারা উষ্ট্র পালের দিকে লক্ষ্য করেনা যে, কিভাবে ওকে সৃষ্টি করা হয়েছে?
اَفَلَا یَنۡظُرُوۡنَ اِلَی الۡاِبِلِ کَیۡفَ خُلِقَتۡ
৮৮. আল-গাশিয়া - ১৮
এবং আকাশের দিকে যে, কিভাবে ওটাকে সমুচ্চ করা হয়েছে?
وَ اِلَی السَّمَآءِ کَیۡفَ رُفِعَتۡ
৮৮. আল-গাশিয়া - ১৯
এবং পর্বতমালার দিকে যে, কিভাবে ওটা দৃঢ়ভাবে স্থাপন করা হয়েছে?
وَ اِلَی الۡجِبَالِ کَیۡفَ نُصِبَتۡ
৮৮. আল-গাশিয়া - ২০
এবং ভূতলের দিকে যে, কিভাবে ওটাকে সমতল করা হয়েছে?
وَ اِلَی الۡاَرۡضِ کَیۡفَ سُطِحَتۡ
৮৮. আল-গাশিয়া - ২১
অতএব তুমি উপদেশ দিতে থাক, তুমিতো একজন উপদেশ দাতা মাত্র।
فَذَکِّرۡ ۟ؕ اِنَّمَاۤ اَنۡتَ مُذَکِّرٌ
৮৮. আল-গাশিয়া - ২২
তুমি তাদের কর্মনিয়ন্ত্রক নও।
لَسۡتَ عَلَیۡهِمۡ بِمُصَۜیۡطِرٍ
৮৮. আল-গাশিয়া - ২৩
তবে কেহ মুখ ফিরিয়ে নিলে ও কুফরী করলে –
اِلَّا مَنۡ تَوَلّٰی وَ کَفَرَ