بِسْمِ ٱللّٰهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ
শুরু করছি আল্লাহ্‌র নামে, যিনি পরম করুণাময়, অতি দয়ালু।
সূরা, আয়াত নং, অর্থ ও আরবি
৮৮. আল-গাশিয়া - ৪
তারা প্রবেশ করবে জ্বলন্ত আগুনে;
تَصۡلٰی نَارًا حَامِیَۃً
৮৮. আল-গাশিয়া - ৫
তাদেরকে উত্তপ্ত প্রস্রবণ হতে পান করানো হবে,
تُسۡقٰی مِنۡ عَیۡنٍ اٰنِیَۃٍ
৮৮. আল-গাশিয়া - ৬
তাদের জন্য বিষাক্ত কন্টক ব্যতীত খাদ্য নেই –
لَیۡسَ لَهُمۡ طَعَامٌ اِلَّا مِنۡ ضَرِیۡعٍ
৮৮. আল-গাশিয়া - ৭
যা তাদেরকে পুষ্ট করবেনা এবং তাদের ক্ষুধাও নিবৃত্ত করবেনা।
لَّا یُسۡمِنُ وَ لَا یُغۡنِیۡ مِنۡ جُوۡعٍ
৮৮. আল-গাশিয়া - ৮
বহু মুখমন্ডল হবে সেদিন আনন্দোজ্জ্বল
وُجُوۡهٌ یَّوۡمَئِذٍ نَّاعِمَۃٌ
৮৮. আল-গাশিয়া - ৯
নিজেদের কর্মসাফল্যে পরিতৃপ্ত,
لِّسَعۡیِهَا رَاضِیَۃٌ
৮৮. আল-গাশিয়া - ১০
সমুন্নত কাননে অবস্থিতি হবে –
فِیۡ جَنَّۃٍ عَالِیَۃٍ
৮৮. আল-গাশিয়া - ১১
সেখানে তারা অবান্তর বাক্য শুনবেনা।
لَّا تَسۡمَعُ فِیۡهَا لَاغِیَۃً
৮৮. আল-গাশিয়া - ১২
সেখানে আছে প্রবহমান ঝর্ণাধারা –
فِیۡهَا عَیۡنٌ جَارِیَۃٌ
৮৮. আল-গাশিয়া - ১৩
তন্মধ্যে রয়েছে সমুচ্চ আসনসমূহ;
فِیۡهَا سُرُرٌ مَّرۡفُوۡعَۃٌ