بِسْمِ ٱللّٰهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ
শুরু করছি আল্লাহ্‌র নামে, যিনি পরম করুণাময়, অতি দয়ালু।
সূরা, আয়াত নং, অর্থ ও আরবি
৮৭. আল-আলা - ১৩
অতঃপর সে সেখানে মরবেও না, বাঁচবেও না।
ثُمَّ لَا یَمُوۡتُ فِیۡهَا وَ لَا یَحۡیٰی
৮৭. আল-আলা - ১৪
নিশ্চয়ই সে সাফল্য লাভ করবে যে পবিত্রতা অর্জন করে।
قَدۡ اَفۡلَحَ مَنۡ تَزَکّٰی
৮৭. আল-আলা - ১৫
এবং স্বীয় রবের নাম স্মরণ করে ও সালাত আদায় করে।
وَ ذَکَرَ اسۡمَ رَبِّهٖ فَصَلّٰی
৮৭. আল-আলা - ১৬
কিন্তু তোমরা পার্থিব জীবনকে পছন্দ করে থাক,
بَلۡ تُؤۡثِرُوۡنَ الۡحَیٰوۃَ الدُّنۡیَا
৮৭. আল-আলা - ১৭
অথচ আখিরাতের জীবনই উত্তম ও অবিনশ্বর।
وَ الۡاٰخِرَۃُ خَیۡرٌ وَّ اَبۡقٰی
৮৭. আল-আলা - ১৮
নিশ্চয়ই এটা পূর্ববর্তী গ্রন্থসমূহে (বিদ্যমান) আছে।
اِنَّ هٰذَا لَفِی الصُّحُفِ الۡاُوۡلٰی
৮৭. আল-আলা - ১৯
ইবরাহীম ও মূসার গ্রন্থসমূহে।
صُحُفِ اِبۡرٰهِیۡمَ وَ مُوۡسٰی
৮৮. আল-গাশিয়া - ১
তোমার কাছে কি সমাচ্ছন্নকারী সংবাদ পৌঁছেছে?
هَلۡ اَتٰىکَ حَدِیۡثُ الۡغَاشِیَۃِ
৮৮. আল-গাশিয়া - ২
সেদিন বহু মুখমন্ডল অবনত হবে;
وُجُوۡهٌ یَّوۡمَئِذٍ خَاشِعَۃٌ
৮৮. আল-গাশিয়া - ৩
কর্মক্লান্ত পরিশ্রান্তভাবে;
عَامِلَۃٌ نَّاصِبَۃٌ