بِسْمِ ٱللّٰهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ
শুরু করছি আল্লাহ্‌র নামে, যিনি পরম করুণাময়, অতি দয়ালু।
সূরা, আয়াত নং, অর্থ ও আরবি
৮৭. আল-আলা - ৩
এবং যিনি নিয়ন্ত্রণ করেছেন, তারপর পথ দেখিয়েছেন,
وَ الَّذِیۡ قَدَّرَ فَهَدٰی
৮৭. আল-আলা - ৪
এবং যিনি তৃণাদী উৎপন্ন করেছেন,
وَ الَّذِیۡۤ اَخۡرَجَ الۡمَرۡعٰی
৮৭. আল-আলা - ৫
পরে ওকে বিশুস্ক বিমলিন করেছেন,
فَجَعَلَهٗ غُثَآءً اَحۡوٰی
৮৭. আল-আলা - ৬
অচিরেই আমি তোমাকে পাঠ করাব, ফলে তুমি বিস্মৃত হবেনা –
سَنُقۡرِئُکَ فَلَا تَنۡسٰۤی
৮৭. আল-আলা - ৭
আল্লাহ যা ইচ্ছা করবেন তদ্ব্যতীত, নিশ্চয়ই তিনি প্রকাশ্য ও গুপ্ত বিষয় জ্ঞাত আছেন,
اِلَّا مَا شَآءَ اللّٰهُ ؕ اِنَّهٗ یَعۡلَمُ الۡجَهۡرَ وَ مَا یَخۡفٰی
৮৭. আল-আলা - ৮
আমি তোমার জন্য কল্যাণের পথকে সহজ করে দিব।
وَ نُیَسِّرُکَ لِلۡیُسۡرٰی
৮৭. আল-আলা - ৯
অতএব উপদেশ যদি ফলপ্রসু হয় তাহলে উপদেশ প্রদান কর।
فَذَکِّرۡ اِنۡ نَّفَعَتِ الذِّکۡرٰی
৮৭. আল-আলা - ১০
যারা ভয় করে তারা উপদেশ গ্রহণ করবে।
سَیَذَّکَّرُ مَنۡ یَّخۡشٰی
৮৭. আল-আলা - ১১
আর ওটা উপেক্ষা করবে সে, যে নিতান্ত হতভাগা।
وَ یَتَجَنَّبُهَا الۡاَشۡقَی
৮৭. আল-আলা - ১২
সে ভয়াবহ অগ্নিকুন্ডে প্রবেশ করবে।
الَّذِیۡ یَصۡلَی النَّارَ الۡکُبۡرٰی