بِسْمِ ٱللّٰهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ
শুরু করছি আল্লাহ্‌র নামে, যিনি পরম করুণাময়, অতি দয়ালু।
সূরা, আয়াত নং, অর্থ ও আরবি
৮৬. আত-তারিক - ১০
সেদিন তার কোন ক্ষমতা থাকবেনা এবং সাহায্যকারীও না।
فَمَا لَهٗ مِنۡ قُوَّۃٍ وَّ لَا نَاصِرٍ
৮৬. আত-তারিক - ১১
শপথ আসমানের যা ধারণ করে বৃষ্টি,
وَ السَّمَآءِ ذَاتِ الرَّجۡعِ
৮৬. আত-তারিক - ১২
এবং শপথ যমীনের যা বিদীর্ণ হয়,
وَ الۡاَرۡضِ ذَاتِ الصَّدۡعِ
৮৬. আত-তারিক - ১৩
নিশ্চয়ই ইহা (আল কুরআন) মীমাংসাকারী বাণী,
اِنَّهٗ لَقَوۡلٌ فَصۡلٌ
৮৬. আত-তারিক - ১৪
এবং এটা নিরর্থক নয়।
وَّ مَا هُوَ بِالۡهَزۡلِ
৮৬. আত-তারিক - ১৫
তারা ভীষণ ষড়যন্ত্র করে,
اِنَّهُمۡ یَکِیۡدُوۡنَ کَیۡدًا
৮৬. আত-তারিক - ১৬
আর আমিও ভীষণ কৌশল করি।
وَّ اَکِیۡدُ کَیۡدًا
৮৬. আত-তারিক - ১৭
অতএব কাফিরদেরকে অবকাশ দাও, তাদেরকে অবকাশ দাও কিছু কালের জন্য।
فَمَهِّلِ الۡکٰفِرِیۡنَ اَمۡهِلۡهُمۡ رُوَیۡدًا
৮৭. আল-আলা - ১
তুমি তোমার সুমহান রবের নামের পবিত্রতা ও মহিমা ঘোষণা কর।
سَبِّحِ اسۡمَ رَبِّکَ الۡاَعۡلَی
৮৭. আল-আলা - ২
যিনি সৃষ্টি করেছেন, অতঃপর যথাযথভাবে সমন্বিত করেছেন,
الَّذِیۡ خَلَقَ فَسَوّٰی