بِسْمِ ٱللّٰهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ
শুরু করছি আল্লাহ্‌র নামে, যিনি পরম করুণাময়, অতি দয়ালু।
সূরা, আয়াত নং, অর্থ ও আরবি
৮৫. আল-বুরুজ - ২২
সংরক্ষিত ফলকে লিপিবদ্ধ।
فِیۡ لَوۡحٍ مَّحۡفُوۡظٍ
৮৬. আত-তারিক - ১
শপথ আকাশের এবং রাতে যা আবির্ভূত হয় তার;
وَ السَّمَآءِ وَ الطَّارِقِ
৮৬. আত-তারিক - ২
তুমি কী জান রাতে যা আবির্ভূত হয় তা কি?
وَ مَاۤ اَدۡرٰىکَ مَا الطَّارِقُ
৮৬. আত-তারিক - ৩
ওটা দীপ্তিমান নক্ষত্র!
النَّجۡمُ الثَّاقِبُ
৮৬. আত-তারিক - ৪
প্রত্যেক জীবের উপরই সংরক্ষক রয়েছে।
اِنۡ کُلُّ نَفۡسٍ لَّمَّا عَلَیۡهَا حَافِظٌ
৮৬. আত-তারিক - ৫
সুতরাং মানুষের চিন্তা করা উচিত যে, তাকে কিসের দ্বারা সৃষ্টি করা হয়েছে।
فَلۡیَنۡظُرِ الۡاِنۡسَانُ مِمَّ خُلِقَ
৮৬. আত-তারিক - ৬
তাকে সৃষ্টি করা হয়েছে সবেগে স্খলিত পানি হতে,
خُلِقَ مِنۡ مَّآءٍ دَافِقٍ
৮৬. আত-তারিক - ৭
এটা নির্গত হয় পৃষ্ঠদেশ ও পঞ্জরাস্থির মধ্য হতে।
یَّخۡرُجُ مِنۡۢ بَیۡنِ الصُّلۡبِ وَ التَّرَآئِبِ
৮৬. আত-তারিক - ৮
নিশ্চয়ই তিনি তার পুনরাবর্তনে ক্ষমতাবান।
اِنَّهٗ عَلٰی رَجۡعِهٖ لَقَادِرٌ
৮৬. আত-তারিক - ৯
যেদিন গোপন বিষয়সমূহ পরীক্ষা করা হবে –
یَوۡمَ تُبۡلَی السَّرَآئِرُ