بِسْمِ ٱللّٰهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ
শুরু করছি আল্লাহ্‌র নামে, যিনি পরম করুণাময়, অতি দয়ালু।
সূরা, আয়াত নং, অর্থ ও আরবি
৮৫. আল-বুরুজ - ১২
তোমার রবের শাস্তি বড়ই কঠিন।
اِنَّ بَطۡشَ رَبِّکَ لَشَدِیۡدٌ
৮৫. আল-বুরুজ - ১৩
তিনিই অস্তিত্ব দান করেন ও পুনরাবর্তন ঘটান,
اِنَّهٗ هُوَ یُبۡدِئُ وَ یُعِیۡدُ
৮৫. আল-বুরুজ - ১৪
এবং তিনি ক্ষমাশীল, প্রেমময়,
وَ هُوَ الۡغَفُوۡرُ الۡوَدُوۡدُ
৮৫. আল-বুরুজ - ১৫
আরশের অধিপতি মহিমময়,
ذُو الۡعَرۡشِ الۡمَجِیۡدُ
৮৫. আল-বুরুজ - ১৬
তিনি যা ইচ্ছা করেন তা’ই করে থাকেন,
فَعَّالٌ لِّمَا یُرِیۡدُ
৮৫. আল-বুরুজ - ১৭
তোমার নিকট কি পৌঁছেছে সৈন্য বাহিনীর বৃত্তান্ত –
هَلۡ اَتٰىکَ حَدِیۡثُ الۡجُنُوۡدِ
৮৫. আল-বুরুজ - ১৮
ফির‘আউন ও ছামূদের?
فِرۡعَوۡنَ وَ ثَمُوۡدَ
৮৫. আল-বুরুজ - ১৯
তবু কাফিরেরা মিথ্যা আরোপ করায় রত,
بَلِ الَّذِیۡنَ کَفَرُوۡا فِیۡ تَکۡذِیۡبٍ
৮৫. আল-বুরুজ - ২০
এবং আল্লাহ তাদের পরিবেষ্টন করে রয়েছেন।
وَّ اللّٰهُ مِنۡ وَّرَآئِهِمۡ مُّحِیۡطٌ
৮৫. আল-বুরুজ - ২১
এটা কুরআন,
بَلۡ هُوَ قُرۡاٰنٌ مَّجِیۡدٌ