بِسْمِ ٱللّٰهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ
শুরু করছি আল্লাহ্‌র নামে, যিনি পরম করুণাময়, অতি দয়ালু।
সূরা, আয়াত নং, অর্থ ও আরবি
৮৪. আল-ইনশিকাক - ১৭
এবং রাতের, আর ওটা যা কিছুর সমাবেশ ঘটায় তার,
وَ الَّیۡلِ وَ مَا وَسَقَ
৮৪. আল-ইনশিকাক - ১৮
এবং শপথ চন্দ্রের যখন ওটা পরিপূর্ণ হয়,
وَ الۡقَمَرِ اِذَا اتَّسَقَ
৮৪. আল-ইনশিকাক - ১৯
নিশ্চয়ই তোমরা এক স্তর হতে অন্য স্তরে আরোহণ করবে,
لَتَرۡکَبُنَّ طَبَقًا عَنۡ طَبَقٍ
৮৪. আল-ইনশিকাক - ২০
সুতরাং তাদের কি হল যে, তারা বিশ্বাস স্থাপন করেনা?
فَمَا لَهُمۡ لَا یُؤۡمِنُوۡنَ
৮৪. আল-ইনশিকাক - ২১
এবং তাদের নিকট কুরআন পঠিত হলে তারা সাজদাহ করেনা? [সাজদাহ]
وَ اِذَا قُرِئَ عَلَیۡهِمُ الۡقُرۡاٰنُ لَا یَسۡجُدُوۡنَ
৮৪. আল-ইনশিকাক - ২২
পরন্তু কাফিরেরাই অসত্যারোপ করে,
بَلِ الَّذِیۡنَ کَفَرُوۡا یُکَذِّبُوۡنَ
৮৪. আল-ইনশিকাক - ২৩
অথচ তারা (মনে মনে) যা পোষণ করে আল্লাহ তা সবিশেষ পরিজ্ঞাত।
وَ اللّٰهُ اَعۡلَمُ بِمَا یُوۡعُوۡنَ
৮৪. আল-ইনশিকাক - ২৪
সুতরাং তাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ প্রদান কর।
فَبَشِّرۡهُمۡ بِعَذَابٍ اَلِیۡمٍ
৮৪. আল-ইনশিকাক - ২৫
যারা ঈমান আনে ও সৎ কাজ করে তাদের জন্য রয়েছে অবিচ্ছিন্ন পুরস্কার।
اِلَّا الَّذِیۡنَ اٰمَنُوۡا وَ عَمِلُوا الصّٰلِحٰتِ لَهُمۡ اَجۡرٌ غَیۡرُ مَمۡنُوۡنٍ
৮৫. আল-বুরুজ - ১
শপথ রাশিচক্র সমন্বিত আকাশের,
وَ السَّمَآءِ ذَاتِ الۡبُرُوۡجِ