بِسْمِ ٱللّٰهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ
শুরু করছি আল্লাহ্‌র নামে, যিনি পরম করুণাময়, অতি দয়ালু।
সূরা, আয়াত নং, অর্থ ও আরবি
৮৪. আল-ইনশিকাক - ৭
অতঃপর যাকে ডান হাতে তার কর্মলিপি প্রদত্ত হবে –
فَاَمَّا مَنۡ اُوۡتِیَ کِتٰبَهٗ بِیَمِیۡنِهٖ
৮৪. আল-ইনশিকাক - ৮
তার হিসাব-নিকাশতো সহজভাবে গৃহীত হবে,
فَسَوۡفَ یُحَاسَبُ حِسَابًا یَّسِیۡرًا
৮৪. আল-ইনশিকাক - ৯
এবং সে তার স্বজনদের নিকট প্রফুল্ল চিত্তে ফিরে যাবে।
وَّ یَنۡقَلِبُ اِلٰۤی اَهۡلِهٖ مَسۡرُوۡرًا
৮৪. আল-ইনশিকাক - ১০
এবং যাকে তার কর্মলিপি তার পৃষ্ঠের পশ্চাদ্ভাগে দেয়া হবে –
وَ اَمَّا مَنۡ اُوۡتِیَ کِتٰبَهٗ وَرَآءَ ظَهۡرِهٖ
৮৪. আল-ইনশিকাক - ১১
ফলে অচিরেই সে মৃত্যুকে আহবান করবে,
فَسَوۡفَ یَدۡعُوۡا ثُبُوۡرًا
৮৪. আল-ইনশিকাক - ১২
এবং জ্বলন্ত আগুনে সে প্রবেশ করবে।
وَّ یَصۡلٰی سَعِیۡرًا
৮৪. আল-ইনশিকাক - ১৩
সে তার স্বজনদের মধ্যেতো সহর্ষে ছিল,
اِنَّهٗ کَانَ فِیۡۤ اَهۡلِهٖ مَسۡرُوۡرًا
৮৪. আল-ইনশিকাক - ১৪
যেহেতু সে ভাবতো যে, সে কখনই প্রত্যাবর্তিত হবেনা।
اِنَّهٗ ظَنَّ اَنۡ لَّنۡ یَّحُوۡرَ
৮৪. আল-ইনশিকাক - ১৫
হ্যাঁ,(অবশ্যই প্রত্যাবর্তিত হবে) নিশ্চয়ই তার রাব্ব তার উপর সবিশেষ দৃষ্টি রাখেন।
بَلٰۤی ۚۛ اِنَّ رَبَّهٗ کَانَ بِهٖ بَصِیۡرًا
৮৪. আল-ইনশিকাক - ১৬
আমি শপথ করি অস্তরাগের –
فَلَاۤ اُقۡسِمُ بِالشَّفَقِ