بِسْمِ ٱللّٰهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ
শুরু করছি আল্লাহ্‌র নামে, যিনি পরম করুণাময়, অতি দয়ালু।
সূরা, আয়াত নং, অর্থ ও আরবি
৮৩. আল-মুতাফফিফীন - ৩৩
তাদেরকে তো এদের সংরক্ষকরূপে পাঠানো হয়নি!
وَ مَاۤ اُرۡسِلُوۡا عَلَیۡهِمۡ حٰفِظِیۡنَ
৮৩. আল-মুতাফফিফীন - ৩৪
আজ তাই মু’মিনগণ উপহাস করছে কাফিরদেরকে –
فَالۡیَوۡمَ الَّذِیۡنَ اٰمَنُوۡا مِنَ الۡکُفَّارِ یَضۡحَکُوۡنَ
৮৩. আল-মুতাফফিফীন - ৩৫
সুসজ্জিত আসন হতে তাদেরকে অবলোকন করে।
عَلَی الۡاَرَآئِکِ ۙ یَنۡظُرُوۡنَ
৮৩. আল-মুতাফফিফীন - ৩৬
কাফিরেরা তাদের কৃত কর্মের ফল পেলো তো?
هَلۡ ثُوِّبَ الۡکُفَّارُ مَا کَانُوۡا یَفۡعَلُوۡنَ
৮৪. আল-ইনশিকাক - ১
যখন আকাশ বিদীর্ণ হবে,
اِذَا السَّمَآءُ انۡشَقَّتۡ
৮৪. আল-ইনশিকাক - ২
এবং ওটা স্বীয় রবের আদেশ পালন করবে, আর ওকে তদুপযোগী করা হবে,
وَ اَذِنَتۡ لِرَبِّهَا وَ حُقَّتۡ
৮৪. আল-ইনশিকাক - ৩
এবং পৃথিবীকে যখন সম্প্রসারিত করা হবে,
وَ اِذَا الۡاَرۡضُ مُدَّتۡ
৮৪. আল-ইনশিকাক - ৪
এবং পৃথিবী তার অভ্যন্তরে যা আছে তা বাইরে নিক্ষেপ করবে ও শূন্য গর্ভ হয়ে যাবে,
وَ اَلۡقَتۡ مَا فِیۡهَا وَ تَخَلَّتۡ
৮৪. আল-ইনশিকাক - ৫
এবং তার রবের আদেশ পালন করবে, আর ওকে তদুপযোগী করা হবে (তখন তোমরা পুনরুত্থিত হবেই)।
وَ اَذِنَتۡ لِرَبِّهَا وَ حُقَّتۡ
৮৪. আল-ইনশিকাক - ৬
হে মানবসকল! তোমরা কঠোর পরিশ্রম করতে থাক, তোমাদের আমাল অনুযায়ী তোমাদের রবের সাক্ষাত লাভ করবে, আর এটাতো অবশ্যম্ভাবি।
یٰۤاَیُّهَا الۡاِنۡسَانُ اِنَّکَ کَادِحٌ اِلٰی رَبِّکَ کَدۡحًا فَمُلٰقِیۡهِ