بِسْمِ ٱللّٰهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ
শুরু করছি আল্লাহ্‌র নামে, যিনি পরম করুণাময়, অতি দয়ালু।
সূরা, আয়াত নং, অর্থ ও আরবি
৮৩. আল-মুতাফফিফীন - ২৩
তারা সুসজ্জিত আসনে বসে অবলোকন করবে।
عَلَی الۡاَرَآئِکِ یَنۡظُرُوۡنَ
৮৩. আল-মুতাফফিফীন - ২৪
তুমি তাদের মুখমন্ডলে স্বাচ্ছন্দ্যের দীপ্তি দেখতে পাবে,
تَعۡرِفُ فِیۡ وُجُوۡهِهِمۡ نَضۡرَۃَ النَّعِیۡمِ
৮৩. আল-মুতাফফিফীন - ২৫
তাদেরকে মোহরযুক্ত বিশুদ্ধ মদিরা হতে পান করানো হবে,
یُسۡقَوۡنَ مِنۡ رَّحِیۡقٍ مَّخۡتُوۡمٍ
৮৩. আল-মুতাফফিফীন - ২৬
ওর মোহর হচ্ছে কস্তুরীর। আর থাকে যদি কারও কোন আকাংখা বা কামনা, তাহলে তারা এরই কামনা করুক।
خِتٰمُهٗ مِسۡکٌ ؕ وَ فِیۡ ذٰلِکَ فَلۡیَتَنَافَسِ الۡمُتَنَافِسُوۡنَ
৮৩. আল-মুতাফফিফীন - ২৭
ওর মিশ্রণ হবে তাসনীমের।
وَ مِزَاجُهٗ مِنۡ تَسۡنِیۡمٍ
৮৩. আল-মুতাফফিফীন - ২৮
এটি একটি প্রস্রবণ, যা হতে নৈকট্য প্রাপ্ত ব্যক্তিরা পান করে।
عَیۡنًا یَّشۡرَبُ بِهَا الۡمُقَرَّبُوۡنَ
৮৩. আল-মুতাফফিফীন - ২৯
অপরাধীরা মু’মিনদেরকে উপহাস করত,
اِنَّ الَّذِیۡنَ اَجۡرَمُوۡا کَانُوۡا مِنَ الَّذِیۡنَ اٰمَنُوۡا یَضۡحَکُوۡنَ
৮৩. আল-মুতাফফিফীন - ৩০
এবং তারা যখন মু’মিনদের নিকট দিয়ে যেত তখন চোখ চিপে কটাক্ষ করত।
وَ اِذَا مَرُّوۡا بِهِمۡ یَتَغَامَزُوۡنَ
৮৩. আল-মুতাফফিফীন - ৩১
এবং যখন তাদের আপনজনের নিকট ফিরে আসতো তখন তারা ফিরতো উৎফুল্ল হয়ে।
وَ اِذَا انۡقَلَبُوۡۤا اِلٰۤی اَهۡلِهِمُ انۡقَلَبُوۡا فَکِهِیۡنَ
৮৩. আল-মুতাফফিফীন - ৩২
এবং যখন তাদেরকে দেখত তখন বলতঃ এরাইতো পথভ্রষ্ট।
وَ اِذَا رَاَوۡهُمۡ قَالُوۡۤا اِنَّ هٰۤؤُلَآءِ لَضَآلُّوۡنَ