بِسْمِ ٱللّٰهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ
শুরু করছি আল্লাহ্‌র নামে, যিনি পরম করুণাময়, অতি দয়ালু।
সূরা, আয়াত নং, অর্থ ও আরবি
৮৩. আল-মুতাফফিফীন - ১৩
তার নিকট আমার আয়াতসমূহ আবৃত্তি করা হলে সে বলেঃ এটাতো পূরাকালীন কাহিনী।
اِذَا تُتۡلٰی عَلَیۡهِ اٰیٰتُنَا قَالَ اَسَاطِیۡرُ الۡاَوَّلِیۡنَ
৮৩. আল-মুতাফফিফীন - ১৪
না, এটা সত্য নয়, বরং তাদের কৃতকর্মের ফলেই তাদের মনের উপর মরিচা জমে গেছে।
کَلَّا بَلۡ ٜ رَانَ عَلٰی قُلُوۡبِهِمۡ مَّا کَانُوۡا یَکۡسِبُوۡنَ
৮৩. আল-মুতাফফিফীন - ১৫
না, অবশ্যই সেদিন তারা তাদের রবের সাক্ষাত হতে অন্তরীণ থাকবে;
کَلَّاۤ اِنَّهُمۡ عَنۡ رَّبِّهِمۡ یَوۡمَئِذٍ لَّمَحۡجُوۡبُوۡنَ
৮৩. আল-মুতাফফিফীন - ১৬
অনন্তর নিশ্চয়ই তারা জাহান্নামে প্রবেশ করবে;
ثُمَّ اِنَّهُمۡ لَصَالُوا الۡجَحِیۡمِ
৮৩. আল-মুতাফফিফীন - ১৭
অতঃপর বলা হবেঃ এটাই তা যা তোমরা অস্বীকার করতে।
ثُمَّ یُقَالُ هٰذَا الَّذِیۡ کُنۡتُمۡ بِهٖ تُکَذِّبُوۡنَ
৮৩. আল-মুতাফফিফীন - ১৮
অবশ্যই পুণ্যবানদের ‘আমলনামা ইল্লিয়্যীনে থাকবে,
کَلَّاۤ اِنَّ کِتٰبَ الۡاَبۡرَارِ لَفِیۡ عِلِّیِّیۡنَ
৮৩. আল-মুতাফফিফীন - ১৯
ইল্লিয়্যীন কি তা কি তুমি জান?
وَ مَاۤ اَدۡرٰىکَ مَا عِلِّیُّوۡنَ
৮৩. আল-মুতাফফিফীন - ২০
(তা হচ্ছে) লিখিত পুস্তক।
کِتٰبٌ مَّرۡقُوۡمٌ
৮৩. আল-মুতাফফিফীন - ২১
আল্লাহর সান্নিধ্য প্রাপ্তরা ওটা প্রত্যক্ষ করবে।
یَّشۡهَدُهُ الۡمُقَرَّبُوۡنَ
৮৩. আল-মুতাফফিফীন - ২২
সৎ আমলকারীতো থাকবে পরম স্বাচ্ছন্দ্যে।
اِنَّ الۡاَبۡرَارَ لَفِیۡ نَعِیۡمٍ