بِسْمِ ٱللّٰهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ
শুরু করছি আল্লাহ্‌র নামে, যিনি পরম করুণাময়, অতি দয়ালু।
সূরা, আয়াত নং, অর্থ ও আরবি
৮৩. আল-মুতাফফিফীন - ৩
এবং যখন তাদের জন্য মেপে অথবা ওজন করে দেয় তখন কম দেয়।
وَ اِذَا کَالُوۡهُمۡ اَوۡ وَّزَنُوۡهُمۡ یُخۡسِرُوۡنَ
৮৩. আল-মুতাফফিফীন - ৪
তারা কি চিন্তা করেনা যে, তারা পুনরুত্থিত হবে,
اَلَا یَظُنُّ اُولٰٓئِکَ اَنَّهُمۡ مَّبۡعُوۡثُوۡنَ
৮৩. আল-মুতাফফিফীন - ৫
সেই মহান দিনে;
لِیَوۡمٍ عَظِیۡمٍ
৮৩. আল-মুতাফফিফীন - ৬
যে দিন দাঁড়াবে সমস্ত মানুষ জগতসমূহের রবের সম্মুখে!
یَّوۡمَ یَقُوۡمُ النَّاسُ لِرَبِّ الۡعٰلَمِیۡنَ
৮৩. আল-মুতাফফিফীন - ৭
না, না, কখনই না; পাপাচারীদের ‘আমলনামা নিশ্চয়ই সিজ্জীনে থাকে;
کَلَّاۤ اِنَّ کِتٰبَ الۡفُجَّارِ لَفِیۡ سِجِّیۡنٍ
৮৩. আল-মুতাফফিফীন - ৮
সিজ্জীন কি তা কি তুমি জান?
وَ مَاۤ اَدۡرٰىکَ مَا سِجِّیۡنٌ
৮৩. আল-মুতাফফিফীন - ৯
ওটা হচ্ছে লিখিত পুস্তক।
کِتٰبٌ مَّرۡقُوۡمٌ
৮৩. আল-মুতাফফিফীন - ১০
সেদিন মন্দ পরিণাম হবে মিথ্যাচারীদের –
وَیۡلٌ یَّوۡمَئِذٍ لِّلۡمُکَذِّبِیۡنَ
৮৩. আল-মুতাফফিফীন - ১১
যারা কর্মফল দিনকে অস্বীকার করে,
الَّذِیۡنَ یُکَذِّبُوۡنَ بِیَوۡمِ الدِّیۡنِ
৮৩. আল-মুতাফফিফীন - ১২
আর সীমা লংঘনকারী মহাপাপী ব্যতীত কেহই ওকে মিথ্যা বলতে পারেনা।
وَ مَا یُکَذِّبُ بِهٖۤ اِلَّا کُلُّ مُعۡتَدٍ اَثِیۡمٍ