بِسْمِ ٱللّٰهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ
শুরু করছি আল্লাহ্‌র নামে, যিনি পরম করুণাময়, অতি দয়ালু।
সূরা, আয়াত নং, অর্থ ও আরবি
৮২. আল-ইনফিতার - ১২
তারা অবগত হয় যা তোমরা কর।
یَعۡلَمُوۡنَ مَا تَفۡعَلُوۡنَ
৮২. আল-ইনফিতার - ১৩
পুণ্যবানগণতো থাকবে পরম সুখ সম্পদে;
اِنَّ الۡاَبۡرَارَ لَفِیۡ نَعِیۡمٍ
৮২. আল-ইনফিতার - ১৪
এবং দুস্কর্মকারীরা থাকবে জাহান্নামে;
وَ اِنَّ الۡفُجَّارَ لَفِیۡ جَحِیۡمٍ
৮২. আল-ইনফিতার - ১৫
তারা কর্মফল দিনে তাতে প্রবিষ্ট হবে;
یَّصۡلَوۡنَهَا یَوۡمَ الدِّیۡنِ
৮২. আল-ইনফিতার - ১৬
তারা ওটা হতে অন্তর্হিত হতে পারবেনা।
وَ مَا هُمۡ عَنۡهَا بِغَآئِبِیۡنَ
৮২. আল-ইনফিতার - ১৭
কর্মফল দিন কি তা কি তুমি জান?
وَ مَاۤ اَدۡرٰىکَ مَا یَوۡمُ الدِّیۡنِ
৮২. আল-ইনফিতার - ১৮
আবার বলিঃ কর্মফল দিন কি তা কি তুমি অবগত আছ?
ثُمَّ مَاۤ اَدۡرٰىکَ مَا یَوۡمُ الدِّیۡنِ
৮২. আল-ইনফিতার - ১৯
সেদিন একের অপরের জন্য কিছু করার সামর্থ্য থাকবেনা; এবং সেদিন সমস্ত কর্তৃত্ব হবে একমাত্র আল্লাহর।
یَوۡمَ لَا تَمۡلِکُ نَفۡسٌ لِّنَفۡسٍ شَیۡئًا ؕ وَ الۡاَمۡرُ یَوۡمَئِذٍ لِّلّٰهِ
৮৩. আল-মুতাফফিফীন - ১
মন্দ পরিণাম তাদের জন্য যারা মাপে কম দেয়,
وَیۡلٌ لِّلۡمُطَفِّفِیۡنَ
৮৩. আল-মুতাফফিফীন - ২
যারা লোকের নিকট হতে মেপে নেয়ার সময় পূর্ণ মাত্রায় গ্রহণ করে।
الَّذِیۡنَ اِذَا اکۡتَالُوۡا عَلَی النَّاسِ یَسۡتَوۡفُوۡنَ