بِسْمِ ٱللّٰهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ
শুরু করছি আল্লাহ্‌র নামে, যিনি পরম করুণাময়, অতি দয়ালু।
সূরা, আয়াত নং, অর্থ ও আরবি
৮২. আল-ইনফিতার - ২
যখন নক্ষত্রমন্ডলী বিক্ষিপ্তভাবে ঝরে পড়বে,
وَ اِذَا الۡکَوَاکِبُ انۡتَثَرَتۡ
৮২. আল-ইনফিতার - ৩
যখন সমুদ্র উদ্বেলিত হবে,
وَ اِذَا الۡبِحَارُ فُجِّرَتۡ
৮২. আল-ইনফিতার - ৪
এবং যখন কাবরসমূহ সমুত্থিত হবে;
وَ اِذَا الۡقُبُوۡرُ بُعۡثِرَتۡ
৮২. আল-ইনফিতার - ৫
যখন প্রত্যেকে যা পূর্বে প্রেরণ করেছে এবং পশ্চাতে পরিত্যাগ করেছে তা পরিজ্ঞাত হবে।
عَلِمَتۡ نَفۡسٌ مَّا قَدَّمَتۡ وَ اَخَّرَتۡ
৮২. আল-ইনফিতার - ৬
হে মানুষ! কিসে তোমাকে তোমার মহান রাব্ব (আল্লাহ) হতে প্রতারিত করল?
یٰۤاَیُّهَا الۡاِنۡسَانُ مَا غَرَّکَ بِرَبِّکَ الۡکَرِیۡمِ
৮২. আল-ইনফিতার - ৭
যিনি তোমাকে সৃষ্টি করেছেন, অতঃপর তোমাকে সুঠাম করেছেন এবং অতঃপর সুবিন্যস্ত করেছেন,
الَّذِیۡ خَلَقَکَ فَسَوّٰىکَ فَعَدَلَکَ
৮২. আল-ইনফিতার - ৮
যে আকৃতিতে চেয়েছেন, তিনি তোমাকে গঠন করেছেন।
فِیۡۤ اَیِّ صُوۡرَۃٍ مَّا شَآءَ رَکَّبَکَ
৮২. আল-ইনফিতার - ৯
না, কখনই না, তোমরাতো শেষ বিচারকে অস্বীকার করে থাকো;
کَلَّا بَلۡ تُکَذِّبُوۡنَ بِالدِّیۡنِ
৮২. আল-ইনফিতার - ১০
অবশ্যই রয়েছে তোমাদের উপর সংরক্ষকগণ;
وَ اِنَّ عَلَیۡکُمۡ لَحٰفِظِیۡنَ
৮২. আল-ইনফিতার - ১১
সম্মানিত লেখকবর্গ;
کِرَامًا کَاتِبِیۡنَ