بِسْمِ ٱللّٰهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ
শুরু করছি আল্লাহ্‌র নামে, যিনি পরম করুণাময়, অতি দয়ালু।
সূরা, আয়াত নং, অর্থ ও আরবি
৮১. আত-তাকভীর - ২১
যাকে সেখানে মান্য করা হয় এবং যে বিশ্বাসভাজন।
مُّطَاعٍ ثَمَّ اَمِیۡنٍ
৮১. আত-তাকভীর - ২২
এবং তোমাদের সহচর উন্মাদ নয়,
وَ مَا صَاحِبُکُمۡ بِمَجۡنُوۡنٍ
৮১. আত-তাকভীর - ২৩
সেতো তাকে স্পষ্ট দিগন্তে অবলোকন করেছে।
وَ لَقَدۡ رَاٰهُ بِالۡاُفُقِ الۡمُبِیۡنِ
৮১. আত-তাকভীর - ২৪
সে অদৃশ্য বিষয় সম্পর্কে বর্ণনা করতে কার্পন্য করেনা।
وَ مَا هُوَ عَلَی الۡغَیۡبِ بِضَنِیۡنٍ
৮১. আত-তাকভীর - ২৫
এবং ইহা অভিশপ্ত শাইতানের বাক্য নয়।
وَ مَا هُوَ بِقَوۡلِ شَیۡطٰنٍ رَّجِیۡمٍ
৮১. আত-তাকভীর - ২৬
সুতরাং তোমরা কোথায় চলেছ?
فَاَیۡنَ تَذۡهَبُوۡنَ
৮১. আত-তাকভীর - ২৭
এটাতো শুধু বিশ্বজগতের জন্য উপদেশ –
اِنۡ هُوَ اِلَّا ذِکۡرٌ لِّلۡعٰلَمِیۡنَ
৮১. আত-তাকভীর - ২৮
তোমাদের মধ্যে যে সরল পথে চলতে চায় তার জন্য।
لِمَنۡ شَآءَ مِنۡکُمۡ اَنۡ یَّسۡتَقِیۡمَ
৮১. আত-তাকভীর - ২৯
তোমরা ইচ্ছা করবেনা, যদি জগতসমূহের রাব্ব আল্লাহ ইচ্ছা না করেন।
وَ مَا تَشَآءُوۡنَ اِلَّاۤ اَنۡ یَّشَآءَ اللّٰهُ رَبُّ الۡعٰلَمِیۡنَ
৮২. আল-ইনফিতার - ১
আকাশ যখন বিদীর্ণ হবে,
اِذَا السَّمَآءُ انۡفَطَرَتۡ