بِسْمِ ٱللّٰهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ
শুরু করছি আল্লাহ্‌র নামে, যিনি পরম করুণাময়, অতি দয়ালু।
সূরা, আয়াত নং, অর্থ ও আরবি
৮১. আত-তাকভীর - ১১
যখন আকাশের আবরণ অপসারিত হবে,
وَ اِذَا السَّمَآءُ کُشِطَتۡ
৮১. আত-তাকভীর - ১২
জাহান্নামের আগুন যখন উদ্দীপিত করা হবে,
وَ اِذَا الۡجَحِیۡمُ سُعِّرَتۡ
৮১. আত-তাকভীর - ১৩
এবং জান্নাত যখন নিকটর্বতী করা হবে,
وَ اِذَا الۡجَنَّۃُ اُزۡلِفَتۡ
৮১. আত-তাকভীর - ১৪
তখন প্রত্যেক ব্যক্তিই জানবে সে কি নিয়ে এসেছে।
عَلِمَتۡ نَفۡسٌ مَّاۤ اَحۡضَرَتۡ
৮১. আত-তাকভীর - ১৫
কিন্তু না, আমি প্রত্যাবর্তনকারী তারকাপুঞ্জের শপথ করছি!
فَلَاۤ اُقۡسِمُ بِالۡخُنَّسِ
৮১. আত-তাকভীর - ১৬
যা গতিশীল ও স্থিতিবান;
الۡجَوَارِ الۡکُنَّسِ
৮১. আত-তাকভীর - ১৭
শপথ রাতের যখন ওর আবির্ভাব হয়,
وَ الَّیۡلِ اِذَا عَسۡعَسَ
৮১. আত-তাকভীর - ১৮
আর উষার যখন ওর আবির্ভাব হয়,
وَ الصُّبۡحِ اِذَا تَنَفَّسَ
৮১. আত-তাকভীর - ১৯
নিশ্চয়ই এই কুরআন সম্মানিত বার্তাবহের আনীত বাণী।
اِنَّهٗ لَقَوۡلُ رَسُوۡلٍ کَرِیۡمٍ
৮১. আত-তাকভীর - ২০
যে সামর্থশালী, আরশের মালিকের নিকট মর্যাদাসম্পন্ন,
ذِیۡ قُوَّۃٍ عِنۡدَ ذِی الۡعَرۡشِ مَکِیۡنٍ