بِسْمِ ٱللّٰهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ
শুরু করছি আল্লাহ্‌র নামে, যিনি পরম করুণাময়, অতি দয়ালু।
সূরা, আয়াত নং, অর্থ ও আরবি
৮১. আত-তাকভীর - ১
সূর্য যখন নিস্প্রভ হবে,
اِذَا الشَّمۡسُ کُوِّرَتۡ
৮১. আত-তাকভীর - ২
যখন নক্ষত্ররাজি খসে পড়বে,
وَ اِذَا النُّجُوۡمُ انۡکَدَرَتۡ
৮১. আত-তাকভীর - ৩
পর্বতসমূহকে যখন চলমান করা হবে,
وَ اِذَا الۡجِبَالُ سُیِّرَتۡ
৮১. আত-তাকভীর - ৪
যখন পূর্ণ-গর্ভা উষ্ট্রী উপেক্ষিত হবে,
وَ اِذَا الۡعِشَارُ عُطِّلَتۡ
৮১. আত-তাকভীর - ৫
যখন বন্য পশুগুলি একত্রীকৃত হবে;
وَ اِذَا الۡوُحُوۡشُ حُشِرَتۡ
৮১. আত-তাকভীর - ৬
এবং সমুদ্রগুলিকে যখন উদ্বেলিত করা হবে;
وَ اِذَا الۡبِحَارُ سُجِّرَتۡ
৮১. আত-তাকভীর - ৭
দেহে যখন আত্মা পুনঃসংযোজিত হবে,
وَ اِذَا النُّفُوۡسُ زُوِّجَتۡ
৮১. আত-তাকভীর - ৮
যখন জীবন্ত প্রোথিতা কন্যাকে জিজ্ঞেস করা হবে –
وَ اِذَا الۡمَوۡءٗدَۃُ سُئِلَتۡ
৮১. আত-তাকভীর - ৯
কি অপরাধে তাকে হত্যা করা হয়েছিল?
بِاَیِّ ذَنۡۢبٍ قُتِلَتۡ
৮১. আত-তাকভীর - ১০
যখন ‘আমলনামা উন্মোচিত হবে,
وَ اِذَا الصُّحُفُ نُشِرَتۡ