بِسْمِ ٱللّٰهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ
শুরু করছি আল্লাহ্‌র নামে, যিনি পরম করুণাময়, অতি দয়ালু।
সূরা, আয়াত নং, অর্থ ও আরবি
৮০. আবাসা - ৩৩
যখন ঐ ধ্বংস ধ্বনি এসে পড়বে;
فَاِذَا جَآءَتِ الصَّآخَّۃُ
৮০. আবাসা - ৩৪
সেদিন মানুষ পলায়ন করবে তার ভাই হতে,
یَوۡمَ یَفِرُّ الۡمَرۡءُ مِنۡ اَخِیۡهِ
৮০. আবাসা - ৩৫
এবং তার মাতা, তার পিতা,
وَ اُمِّهٖ وَ اَبِیۡهِ
৮০. আবাসা - ৩৬
তার স্ত্রী ও তার সন্তান হতে,
وَ صَاحِبَتِهٖ وَ بَنِیۡهِ
৮০. আবাসা - ৩৭
সেদিন তাদের প্রত্যেকের হবে এমন গুরুতর অবস্থা যা তাকে সম্পূর্ণরূপে ব্যস্ত রাখবে।
لِکُلِّ امۡرِئٍ مِّنۡهُمۡ یَوۡمَئِذٍ شَاۡنٌ یُّغۡنِیۡهِ
৮০. আবাসা - ৩৮
সেদিন বহু মুখমন্ডল হবে দীপ্তিমান;
وُجُوۡهٌ یَّوۡمَئِذٍ مُّسۡفِرَۃٌ
৮০. আবাসা - ৩৯
সহাস্য ও প্রফুল্ল।
ضَاحِکَۃٌ مُّسۡتَبۡشِرَۃٌ
৮০. আবাসা - ৪০
এবং অনেক মুখমন্ডল হবে সেদিন ধূলি ধূসরিত,
وَ وُجُوۡهٌ یَّوۡمَئِذٍ عَلَیۡهَا غَبَرَۃٌ
৮০. আবাসা - ৪১
সেগুলিকে আচ্ছন্ন করবে কালিমা।
تَرۡهَقُهَا قَتَرَۃٌ
৮০. আবাসা - ৪২
তারাই কাফির ও পাপাচারী।
اُولٰٓئِکَ هُمُ الۡکَفَرَۃُ الۡفَجَرَۃُ