بِسْمِ ٱللّٰهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ
শুরু করছি আল্লাহ্‌র নামে, যিনি পরম করুণাময়, অতি দয়ালু।
সূরা, আয়াত নং, অর্থ ও আরবি
৮০. আবাসা - ২৩
তিনি তাকে যে আদেশ করেছেন, সেতো তা পালন করেনি।
کَلَّا لَمَّا یَقۡضِ مَاۤ اَمَرَهٗ
৮০. আবাসা - ২৪
মানুষ তার খাদ্যের প্রতি লক্ষ্য করুক।
فَلۡیَنۡظُرِ الۡاِنۡسَانُ اِلٰی طَعَامِهٖۤ
৮০. আবাসা - ২৫
আমিই প্রচুর বারি বর্ষণ করি,
اَنَّا صَبَبۡنَا الۡمَآءَ صَبًّا
৮০. আবাসা - ২৬
অতঃপর আমি ভূমিকে প্রকৃষ্ট রূপে বিদীর্ণ করি;
ثُمَّ شَقَقۡنَا الۡاَرۡضَ شَقًّا
৮০. আবাসা - ২৭
এবং ওতে আমি উৎপন্ন করি শস্য;
فَاَنۡۢبَتۡنَا فِیۡهَا حَبًّا
৮০. আবাসা - ২৮
দ্রাক্ষা, শাক-সবজি,
وَّ عِنَبًا وَّ قَضۡبًا
৮০. আবাসা - ২৯
যাইতূন, খেজুর,
وَّ زَیۡتُوۡنًا وَّ نَخۡلًا
৮০. আবাসা - ৩০
বহু বৃক্ষবিশিষ্ট উদ্যান,
وَّ حَدَآئِقَ غُلۡبًا
৮০. আবাসা - ৩১
ফল এবং গবাদির খাদ্য,
وَّ فَاکِهَۃً وَّ اَبًّا
৮০. আবাসা - ৩২
এটা তোমাদের ও তোমাদের পশুগুলির ভোগের জন্য।
مَّتَاعًا لَّکُمۡ وَ لِاَنۡعَامِکُمۡ