بِسْمِ ٱللّٰهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ
শুরু করছি আল্লাহ্‌র নামে, যিনি পরম করুণাময়, অতি দয়ালু।
সূরা, আয়াত নং, অর্থ ও আরবি
৮০. আবাসা - ১৩
ইহা আছে মর্যাদাময় পত্রসমূহে (লিখিত) –
فِیۡ صُحُفٍ مُّکَرَّمَۃٍ
৮০. আবাসা - ১৪
(এবং) উন্নত পুতঃ –
مَّرۡفُوۡعَۃٍ مُّطَهَّرَۃٍۭ
৮০. আবাসা - ১৫
লেখকদের হাতে (সুরক্ষিত)।
بِاَیۡدِیۡ سَفَرَۃٍ
৮০. আবাসা - ১৬
(ঐ লেখকগণ) মহৎ ও সৎ।
کِرَامٍۭ بَرَرَۃٍ
৮০. আবাসা - ১৭
মানুষ ধ্বংস হোক! সে কত অকৃতজ্ঞ!
قُتِلَ الۡاِنۡسَانُ مَاۤ اَکۡفَرَهٗ
৮০. আবাসা - ১৮
তিনি তাকে কোন বস্তু হতে সৃষ্টি করেছেন?
مِنۡ اَیِّ شَیۡءٍ خَلَقَهٗ
৮০. আবাসা - ১৯
শুক্র বিন্দু হতে তিনি তাকে সৃষ্টি করেন, পরে তার পরিমিত বিকাশ সাধন করেন,
مِنۡ نُّطۡفَۃٍ ؕ خَلَقَهٗ فَقَدَّرَهٗ
৮০. আবাসা - ২০
অতঃপর তার জন্য পথ সহজ করে দেন;
ثُمَّ السَّبِیۡلَ یَسَّرَهٗ
৮০. আবাসা - ২১
অতঃপর তার মৃত্যু ঘটান এবং তাকে কাবরস্থ করেন।
ثُمَّ اَمَاتَهٗ فَاَقۡبَرَهٗ
৮০. আবাসা - ২২
এরপর যখন ইচ্ছা তিনি তাকে পুনরুজ্জীবিত করবেন।
ثُمَّ اِذَا شَآءَ اَنۡشَرَهٗ