بِسْمِ ٱللّٰهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ
শুরু করছি আল্লাহ্‌র নামে, যিনি পরম করুণাময়, অতি দয়ালু।
সূরা, আয়াত নং, অর্থ ও আরবি
৮০. আবাসা - ৩
তুমি কেমন করে জানবে সে হয়তো পরিশুদ্ধ হত,
وَ مَا یُدۡرِیۡکَ لَعَلَّهٗ یَزَّکّٰۤی
৮০. আবাসা - ৪
অথবা উপদেশ গ্রহণ করত, ফলে উপদেশ তার উপকারে আসতো।
اَوۡ یَذَّکَّرُ فَتَنۡفَعَهُ الذِّکۡرٰی
৮০. আবাসা - ৫
পক্ষান্তরে যে পরওয়া করেনা –
اَمَّا مَنِ اسۡتَغۡنٰی
৮০. আবাসা - ৬
তুমি তার প্রতি মনোযোগ দিয়েছো।
فَاَنۡتَ لَهٗ تَصَدّٰی
৮০. আবাসা - ৭
অথচ সে নিজে পরিশুদ্ধ না হলে তোমার কোন দায়িত্ব নেই।
وَ مَا عَلَیۡکَ اَلَّا یَزَّکّٰی
৮০. আবাসা - ৮
অন্যপক্ষ যে তোমার নিকট ছুটে এলো –
وَ اَمَّا مَنۡ جَآءَکَ یَسۡعٰی
৮০. আবাসা - ৯
তার সেই সশংক চিত্ত –
وَ هُوَ یَخۡشٰی
৮০. আবাসা - ১০
তুমি তাকে অবজ্ঞা করলে!
فَاَنۡتَ عَنۡهُ تَلَهّٰی
৮০. আবাসা - ১১
না, এই আচরণ অনুচিত, এটাতো উপদেশ বাণী;
کَلَّاۤ اِنَّهَا تَذۡکِرَۃٌ
৮০. আবাসা - ১২
যে ইচ্ছা করবে সে ইহা স্মরণ রাখবে,
فَمَنۡ شَآءَ ذَکَرَهٗ