بِسْمِ ٱللّٰهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ
শুরু করছি আল্লাহ্‌র নামে, যিনি পরম করুণাময়, অতি দয়ালু।
সূরা, আয়াত নং, অর্থ ও আরবি
৭৯. আন-নাযিআত - ৩৯
জাহান্নামই হবে তার অবস্থান স্থল।
فَاِنَّ الۡجَحِیۡمَ هِیَ الۡمَاۡوٰی
৭৯. আন-নাযিআত - ৪০
পক্ষান্তরে যে স্বীয় রবের সামনে উপস্থিত হওয়ার ভয় রাখে এবং কুপ্রবৃত্তি হতে নিজেকে বিরত রাখে,
وَ اَمَّا مَنۡ خَافَ مَقَامَ رَبِّهٖ وَ نَهَی النَّفۡسَ عَنِ الۡهَوٰی
৭৯. আন-নাযিআত - ৪১
জান্নাতই হবে তার অবস্থিতি স্থান।
فَاِنَّ الۡجَنَّۃَ هِیَ الۡمَاۡوٰی
৭৯. আন-নাযিআত - ৪২
তারা তোমাকে জিজ্ঞেস করে কিয়ামাত সম্পর্কে যে, ওটা কখন ঘটবে?
یَسۡـَٔلُوۡنَکَ عَنِ السَّاعَۃِ اَیَّانَ مُرۡسٰهَا
৭৯. আন-নাযিআত - ৪৩
এর আলোচনার সাথে তোমার কি সম্পর্ক?
فِیۡمَ اَنۡتَ مِنۡ ذِکۡرٰىهَا
৭৯. আন-নাযিআত - ৪৪
এর উত্তম জ্ঞান আছে তোমার রবেরই নিকট।
اِلٰی رَبِّکَ مُنۡتَهٰىهَا
৭৯. আন-নাযিআত - ৪৫
যে ওর ভয় রাখে তুমি শুধু তারই সতর্ককারী।
اِنَّمَاۤ اَنۡتَ مُنۡذِرُ مَنۡ یَّخۡشٰهَا
৭৯. আন-নাযিআত - ৪৬
যেদিন তারা এটা প্রত্যক্ষ করবে সেদিন তাদের মনে হবে, যেন তারা পৃথিবীতে এক সন্ধ্যা অথবা এক প্রভাতের অধিক অবস্থান করেনি।
کَاَنَّهُمۡ یَوۡمَ یَرَوۡنَهَا لَمۡ یَلۡبَثُوۡۤا اِلَّا عَشِیَّۃً اَوۡ ضُحٰهَا
৮০. আবাসা - ১
সে ভ্রু কুঞ্চিত করল এবং মুখ ফিরিয়ে নিলো,
عَبَسَ وَ تَوَلّٰۤی
৮০. আবাসা - ২
যেহেতু তার নিকট এক অন্ধ আগমন করেছিল।
اَنۡ جَآءَهُ الۡاَعۡمٰی