بِسْمِ ٱللّٰهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ
শুরু করছি আল্লাহ্‌র নামে, যিনি পরম করুণাময়, অতি দয়ালু।
সূরা, আয়াত নং, অর্থ ও আরবি
৭৯. আন-নাযিআত - ২৯
এবং তিনি ওর রাতকে অন্ধকারাচ্ছন্ন করেছেন এবং ওর জ্যোতি বিনির্গত করেছেন।
وَ اَغۡطَشَ لَیۡلَهَا وَ اَخۡرَجَ ضُحٰهَا
৭৯. আন-নাযিআত - ৩০
এবং পৃথিবীকে এরপর বিস্তৃত করেছেন।
وَ الۡاَرۡضَ بَعۡدَ ذٰلِکَ دَحٰىهَا
৭৯. আন-নাযিআত - ৩১
তিনি ওটা হতে বহির্গত করেছেন ওর পানি ও তৃণ,
اَخۡرَجَ مِنۡهَا مَآءَهَا وَ مَرۡعٰهَا
৭৯. আন-নাযিআত - ৩২
আর পর্বতকে তিনি দৃঢ়ভাবে প্রোথিত করেছেন;
وَ الۡجِبَالَ اَرۡسٰهَا
৭৯. আন-নাযিআত - ৩৩
এ সবই তোমাদের ও তোমাদের জন্তুগুলির ভোগের জন্য।
مَتَاعًا لَّکُمۡ وَ لِاَنۡعَامِکُمۡ
৭৯. আন-নাযিআত - ৩৪
অতঃপর যখন মহা সংকট উপস্থিত হবে,
فَاِذَا جَآءَتِ الطَّآمَّۃُ الۡکُبۡرٰی
৭৯. আন-নাযিআত - ৩৫
সেদিন মানুষ যা করেছে তা স্মরণ করবে,
یَوۡمَ یَتَذَکَّرُ الۡاِنۡسَانُ مَا سَعٰی
৭৯. আন-নাযিআত - ৩৬
এবং দর্শকদের জন্য প্রকাশ করা হবে জাহান্নাম।
وَ بُرِّزَتِ الۡجَحِیۡمُ لِمَنۡ یَّرٰی
৭৯. আন-নাযিআত - ৩৭
অনন্তর যে সীমালংঘন করে,
فَاَمَّا مَنۡ طَغٰی
৭৯. আন-নাযিআত - ৩৮
এবং পার্থিব জীবনকে বেছে নেয়,
وَ اٰثَرَ الۡحَیٰوۃَ الدُّنۡیَا