بِسْمِ ٱللّٰهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ
শুরু করছি আল্লাহ্‌র নামে, যিনি পরম করুণাময়, অতি দয়ালু।
সূরা, আয়াত নং, অর্থ ও আরবি
৭৯. আন-নাযিআত - ১৯
আর আমি তোমাকে তোমার রবের পথে পরিচালিত করি যাতে তুমি তাঁকে ভয় কর।
وَ اَهۡدِیَکَ اِلٰی رَبِّکَ فَتَخۡشٰی
৭৯. আন-নাযিআত - ২০
অতঃপর সে তাকে মহা নিদর্শন দেখালো।
فَاَرٰىهُ الۡاٰیَۃَ الۡکُبۡرٰی
৭৯. আন-নাযিআত - ২১
কিন্তু সে অস্বীকার করল এবং অবাধ্য হল।
فَکَذَّبَ وَ عَصٰی
৭৯. আন-নাযিআত - ২২
অতঃপর সে পশ্চাৎ ফিরে প্রতিবিধানে সচেষ্ট হল।
ثُمَّ اَدۡبَرَ یَسۡعٰی
৭৯. আন-নাযিআত - ২৩
সে সকলকে সমবেত করল এবং উচ্চৈঃস্বরে ঘোষণা করল,
فَحَشَرَ فَنَادٰی
৭৯. আন-নাযিআত - ২৪
আর বললঃ আমিই তোমাদের শ্রেষ্ঠ রাব্ব।
فَقَالَ اَنَا رَبُّکُمُ الۡاَعۡلٰی
৭৯. আন-নাযিআত - ২৫
ফলে আল্লাহ তাকে ধৃত করলেন আখিরাতের ও ইহকালের দন্ডের নিমিত্ত।
فَاَخَذَهُ اللّٰهُ نَکَالَ الۡاٰخِرَۃِ وَ الۡاُوۡلٰی
৭৯. আন-নাযিআত - ২৬
যে ভয় করে তার জন্য অবশ্যই এতে শিক্ষা রয়েছে।
اِنَّ فِیۡ ذٰلِکَ لَعِبۡرَۃً لِّمَنۡ یَّخۡشٰی
৭৯. আন-নাযিআত - ২৭
তোমাদেরকে সৃষ্টি করা কঠিনতর, না আকাশ সৃষ্টি? তিনিই এটা নির্মাণ করেছেন।
ءَاَنۡتُمۡ اَشَدُّ خَلۡقًا اَمِ السَّمَآءُ ؕ بَنٰهَا
৭৯. আন-নাযিআত - ২৮
তিনি এটাকে সুউচ্চ ও সুবিন্যস্ত করেছেন।
رَفَعَ سَمۡکَهَا فَسَوّٰىهَا